গতি
=গতি=
- হরি শংকর রায়
জটিল জজবায় উন্মুখ,
লেগেছে যত্তসব হাওয়া দিনরাত।
শ্বাসটুকু উড়ে গেলে
কি গতি হবে?
ছোঁবে আগুন অথবা মাটি।
২৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
- হরি শংকর রায়
জটিল জজবায় উন্মুখ,
লেগেছে যত্তসব হাওয়া দিনরাত।
শ্বাসটুকু উড়ে গেলে
কি গতি হবে?
ছোঁবে আগুন অথবা মাটি।
২৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৮/০৯/২০১৩সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩-আপনার লেখনি সবার থেকে আপনাকে আলাদা করে--বিশেষ ভাবে চেনা যায়
-
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩ইঙ্গিতবাহী গভীর
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩বেশ অথপূণ কবিতা। গভীরতা অনেক।