আরতি
=আরতি=
-হরি শংকর রায়
চঞ্চল আঁচল টানি
আড়াল করিনু হৃদয় মম,
কী হাওয়ায় উড়ে গেল,
উন্মুক্ত হলো জগতে প্রকাশি।
পরবাসী মেঘ দোলাও চহর
সে কোন গগনে বসি,
আজি শারদ প্রাতে......
দেবীর চরণে ঢালিনু কুসুম
সকল বাসনা ভুলি।
ক্ষমা করো দেবী! ক্ষমা করো!
আছে যত মোর ত্রুটি,
কৈলাশ ছেড়ে এসো এ মর্ত্যভূমি।
ঢালো ঢালো শান্তিবারি
দূর হোক যত মোর অহংকার গ্লানি
দুঃখ বেদন যত দাও সব ভুলি।
আজি এ শারদ প্রাতে
এই মোর আরতি।
--=0=--
২৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
চঞ্চল আঁচল টানি
আড়াল করিনু হৃদয় মম,
কী হাওয়ায় উড়ে গেল,
উন্মুক্ত হলো জগতে প্রকাশি।
পরবাসী মেঘ দোলাও চহর
সে কোন গগনে বসি,
আজি শারদ প্রাতে......
দেবীর চরণে ঢালিনু কুসুম
সকল বাসনা ভুলি।
ক্ষমা করো দেবী! ক্ষমা করো!
আছে যত মোর ত্রুটি,
কৈলাশ ছেড়ে এসো এ মর্ত্যভূমি।
ঢালো ঢালো শান্তিবারি
দূর হোক যত মোর অহংকার গ্লানি
দুঃখ বেদন যত দাও সব ভুলি।
আজি এ শারদ প্রাতে
এই মোর আরতি।
--=0=--
২৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৭/০৯/২০১৩ইনসিগনিয়া(অভি) দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ
-
Înšigniã Āvî ২৭/০৯/২০১৩শেষ ৭ লাইন খুব দারুণ