ফুল ও কাঁটা
=ফুল ও কাঁটা=
-হরি শংকর রায়
ফুলগুলো সব ফুটে থাক্
আপন আলোয় দীপ্তি ছড়াক
সৌরভ মিশিয়ে দেশান্তরী হাওয়ায়........
উড়ে উড়ে.........
স্বপ্নাবেশী প্রেম
হাতে হাত মিলাক।
আমি কে?
আমিতো ফুল নই!
ভুল.......... ভুল.......... ।
শুধু ফুল ভালোবেসে
ছুঁয়ে দেখতে চেয়েছি
ফুটন্ত যৌবন
জীবন কাঁটায় ভরে আছে
নিদারুণ কলঙ্কময়।
ও ফুল!
ফুটে ফুটে থাক্
আর করবো না ভুল।
--= 0 =--
২৬-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
-হরি শংকর রায়
ফুলগুলো সব ফুটে থাক্
আপন আলোয় দীপ্তি ছড়াক
সৌরভ মিশিয়ে দেশান্তরী হাওয়ায়........
উড়ে উড়ে.........
স্বপ্নাবেশী প্রেম
হাতে হাত মিলাক।
আমি কে?
আমিতো ফুল নই!
ভুল.......... ভুল.......... ।
শুধু ফুল ভালোবেসে
ছুঁয়ে দেখতে চেয়েছি
ফুটন্ত যৌবন
জীবন কাঁটায় ভরে আছে
নিদারুণ কলঙ্কময়।
ও ফুল!
ফুটে ফুটে থাক্
আর করবো না ভুল।
--= 0 =--
২৬-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ,রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩--বাহ দারুণ বর্ণনাময়-
-
সহিদুল হক ২৬/০৯/২০১৩"জীবন কাটায় ভরে আছে নিদারুণ কলঙ্কময়"--সুন্দর,কিন্তু কাটা'য় চন্দ্রবিন্দু দিতে হবে।
-
Înšigniã Āvî ২৬/০৯/২০১৩দারুন তাই মনে পড়ল.......
" Every Rose Has Its Thorn " -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৬/০৯/২০১৩আর ছোঁবনা ফুটন্ত যৌবন
কাঁটাহীন গোলাপের বন
ভরে যাক নানা রঙে
কবিতা ভালো হয়েছে
পড়ে ভালো লেগেছে