রাত্রি-কাব্য
= রাত্রি-কাব্য =
- হরি শংকর রায়
আমার কি ভুল ছিলো
এই পথে!
রাত্রি-কাব্য পড়ে পড়ে
তোমাতেই ঠেকিয়েছি মাথা।
একটু এদিক-ওদিক হলেই
তোলপাড়,
কী সব মহাকাণ্ড শুরু করো!
ফোঁসফোঁস চোখে নাকে জল একাকার।
ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছো
তুমি
চৌকাঠে দাঁড়িয়ে আরও
একবার ডেকেছিলাম,
এই শোন্!
শোন্ই না!
যেও না অন্ধকারে।
এখন মধ্যরাত।
তিন প্রহরের রাত্রিতে বাহিরে থাকতে নেই।
ঘন অন্ধকারে......
ডুবে যাচ্ছো তুমি
ডুবে যাচ্ছে সব তারা
তুমি ফিরে এসো.....
ফিরে এসো........
তোমায় ডাকছে
আমার রাত্রি-কাব্য।
--=<0>=--
২৪-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
- হরি শংকর রায়
আমার কি ভুল ছিলো
এই পথে!
রাত্রি-কাব্য পড়ে পড়ে
তোমাতেই ঠেকিয়েছি মাথা।
একটু এদিক-ওদিক হলেই
তোলপাড়,
কী সব মহাকাণ্ড শুরু করো!
ফোঁসফোঁস চোখে নাকে জল একাকার।
ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছো
তুমি
চৌকাঠে দাঁড়িয়ে আরও
একবার ডেকেছিলাম,
এই শোন্!
শোন্ই না!
যেও না অন্ধকারে।
এখন মধ্যরাত।
তিন প্রহরের রাত্রিতে বাহিরে থাকতে নেই।
ঘন অন্ধকারে......
ডুবে যাচ্ছো তুমি
ডুবে যাচ্ছে সব তারা
তুমি ফিরে এসো.....
ফিরে এসো........
তোমায় ডাকছে
আমার রাত্রি-কাব্য।
--=<0>=--
২৪-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৬/০৯/২০১৩আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন আরও ভালো লেখা উপহার দিতে পারি। সুন্দর মন্তব্যের পাশাপাশি গঠনমূলক আলোচনা চাই। আপনাদের প্রতি একরাশ কাশগুচ্ছের ফুলেল শুভেচ্ছা রইল। ধন্যবাদ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৫/০৯/২০১৩অনবদ্য কবিতা।
পারিনি সে রাতে তোমায় ফেরাতে,
সে ভুলে সবই যে হলো হারাতে- মান্না দে -
Înšigniã Āvî ২৫/০৯/২০১৩বারবারই পড়তে মন চায়...
এই কাব্য ,
দারুন । -
মোকসেদুল ইসলাম ২৫/০৯/২০১৩চমৎকার রাত্রি কাব্য
-
ইব্রাহীম রাসেল ২৫/০৯/২০১৩--দারুণ এই রাত্রিকাব্য--
-
সহিদুল হক ২৫/০৯/২০১৩'ঘন অন্ধকার/ডুবে যাচ্ছো তুমি/ডুবে যাছে সব তারা/তুমি ফিরে এসো'---অসাধারণ কাব্যময়তা!
আমার কবিতা ও কৌতুক পড়া ও মন্তব্যের আমন্ত্রণ জানাই।