প্রেম ও গান
প্রেম ও গান
-হরি শংকর রায়
কী গান শোনালে হাওয়া!
শরত এসে দুয়ারে নাড়ছে কড়া।
এই সব মায়াবী
রাতে.......
অলক্ষ্যেই ঝরে পড়ছে শিউলি।
সে কি শুনেছিল গান
বিরহী
পাখির কণ্ঠে যে গান বেজেছিল
সোম ফাঁক চিনে চিনে
ষষ্ঠী-তেই প্রেম
তারপর ধামা।
এ যে পাগলা হাওয়া!
থামা.....!
এ গান থামা!
চঞ্চল অঞ্চল উড়ে উড়ে
মন আজ দিশাহারা।
কী গান শোনালে
হাওয়া!
কী গান শোনালে হাওয়া!
--=< 0 >=--
২৩-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
কী গান শোনালে হাওয়া!
শরত এসে দুয়ারে নাড়ছে কড়া।
এই সব মায়াবী
রাতে.......
অলক্ষ্যেই ঝরে পড়ছে শিউলি।
সে কি শুনেছিল গান
বিরহী
পাখির কণ্ঠে যে গান বেজেছিল
সোম ফাঁক চিনে চিনে
ষষ্ঠী-তেই প্রেম
তারপর ধামা।
এ যে পাগলা হাওয়া!
থামা.....!
এ গান থামা!
চঞ্চল অঞ্চল উড়ে উড়ে
মন আজ দিশাহারা।
কী গান শোনালে
হাওয়া!
কী গান শোনালে হাওয়া!
--=< 0 >=--
২৩-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ২৪/০৯/২০১৩--দারুণ ছন্দময়, মনে দোলা দেয়--
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩চমৎকার ভালো লাগলো।
-
হরিশঙ্কর রায় ২৪/০৯/২০১৩অসংখ্য ধন্যবাদ @ডাঃ প্রবির ও ইনসি দাদা
-
Înšigniã Āvî ২৪/০৯/২০১৩ওহ কী লিখেছেন...
মন পুরো পাগলপারা,
দারুন এক গান.... (Y) -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/০৯/২০১৩পাখির কণ্ঠে যে গান বেজেছিল
সে গান যেন শ্রবণে রয়ে গেল-
খুব ভালো লেখনী