প্রেমহীন
সন্ধ্যার আকাশে উড়ছে
একঝাঁক সারঙ্গ
গায়ে মেখে সমস্ত রোদ্দুর।
উত্তর থেকে দক্ষিণ.......
সত্য সুন্দর গোধূলির আলো জ্বেলে
উড়ন্ত প্রেমময়ী রাতে
নীড়ে ফেরা দেখতে দেখতে....
আমি ভুলে গেছি দর্শন,
একাকীত্ব আমাকে জ্বালায়, পোড়ায়।
ঈর্ষায় পুড়ে পুড়ে আমি
নিঃসঙ্গ আশ্রয়হীন।
আমিও তো সারঙ্গ হতে চেয়েছিলাম
মুক্ত আকাশে দেবো উড়াল।
তারপর
শূন্যে থেকে খুঁজে নেবো প্রেম মাটিতে, সবুজে ও জলে।
না,
সারঙ্গ হতে পারি নি।
মাটি ভালোবেসে
নিঃসঙ্গ জীবন প্রেমহীন,
খোঁজে অবিরাম
প্রেম............,
প্রেম................ এবং প্রেম।
--=0=--
২২-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
একঝাঁক সারঙ্গ
গায়ে মেখে সমস্ত রোদ্দুর।
উত্তর থেকে দক্ষিণ.......
সত্য সুন্দর গোধূলির আলো জ্বেলে
উড়ন্ত প্রেমময়ী রাতে
নীড়ে ফেরা দেখতে দেখতে....
আমি ভুলে গেছি দর্শন,
একাকীত্ব আমাকে জ্বালায়, পোড়ায়।
ঈর্ষায় পুড়ে পুড়ে আমি
নিঃসঙ্গ আশ্রয়হীন।
আমিও তো সারঙ্গ হতে চেয়েছিলাম
মুক্ত আকাশে দেবো উড়াল।
তারপর
শূন্যে থেকে খুঁজে নেবো প্রেম মাটিতে, সবুজে ও জলে।
না,
সারঙ্গ হতে পারি নি।
মাটি ভালোবেসে
নিঃসঙ্গ জীবন প্রেমহীন,
খোঁজে অবিরাম
প্রেম............,
প্রেম................ এবং প্রেম।
--=0=--
২২-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২৩/০৯/২০১৩আপনাদের সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য।
-
সালমান মাহফুজ ২২/০৯/২০১৩খুব ভালো লিখেছেন হরিশংকর দাদা ।
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩বাহ....অসাধারণ
প্রেমময় -
সহিদুল হক ২২/০৯/২০১৩প্রেম-সন্ধানীর আকুতি ফুটে উঠেছে কবিতাটিতে,বেশ ভাল।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২২/০৯/২০১৩সত্যিই খুব সুন্দর।ভালো লাগলো।