অনন্ত অসীম
অনন্ত অসীম
- হরি শংকর রায়
দোল খেলেই যাচ্ছে.......
প্যাঁচানো লতাটা যে বাঁধা ছিল
কি হাওয়ায় আলগা হলো,
বুঝি না!
কিছু বুঝতেও চাইনি কোনদিন।
দিনের পর দিন
পরম আদরে ঢেলেছি জল।
সব ভুলে গেছে।
গহীনে শিকড় ভুলে খোঁজে
অনন্ত অসীম।
--=0=--
২০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
- হরি শংকর রায়
দোল খেলেই যাচ্ছে.......
প্যাঁচানো লতাটা যে বাঁধা ছিল
কি হাওয়ায় আলগা হলো,
বুঝি না!
কিছু বুঝতেও চাইনি কোনদিন।
দিনের পর দিন
পরম আদরে ঢেলেছি জল।
সব ভুলে গেছে।
গহীনে শিকড় ভুলে খোঁজে
অনন্ত অসীম।
--=0=--
২০-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ২১/০৯/২০১৩আপনাদের সবাইকে আমার অন্তরের গহীন থেকে ভালোবাসা ও শারদীয় শুভেচ্ছা রইল। কবিতা পড়ুন এবং বেশী বেশী গঠনমূলক মন্তব্য করুণ। ধন্যবাদ।
-
রোদের ছায়া ২১/০৯/২০১৩বেশ ভালো। গোছানো কবিতা।
-
দীপঙ্কর বেরা ২১/০৯/২০১৩Bhalo
-
নাজমুন নাহার ২১/০৯/২০১৩অনবদ্য ।
-
Înšigniã Āvî ২১/০৯/২০১৩অসাধারণ