খেলাঘর
=খেলাঘর=
-হরি শংকর রায়
নিত্য অ-নিত্যের খেলাঘর
বেঁধেছি এই বালুচরে,
দেখছি স্বপ্নালু গোধুলি রঙ
ধাবমান আগামী মিশিয়ে দিচ্ছে সব
অন্ধকার.............।
কি খেলা খেলছো হে?
এই বুঝি পূর্ণচাঁদ
ঢেকে দিচ্ছে সব নক্ষত্রের আলো;
মেঘের ঝালর।
ও শশী!
হেসো না এমন করে,
যে ঘর বেঁধেছি এই বালুচরে;
দিবসে..............
ভাসিয়ে দিও না জোত্স্না বানে।
অন্ধকার ভালোবেসে
ফুটুক আগামী আলো,
বাজুক ভৈরব রাগ।
--=0=--
১৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
নিত্য অ-নিত্যের খেলাঘর
বেঁধেছি এই বালুচরে,
দেখছি স্বপ্নালু গোধুলি রঙ
ধাবমান আগামী মিশিয়ে দিচ্ছে সব
অন্ধকার.............।
কি খেলা খেলছো হে?
এই বুঝি পূর্ণচাঁদ
ঢেকে দিচ্ছে সব নক্ষত্রের আলো;
মেঘের ঝালর।
ও শশী!
হেসো না এমন করে,
যে ঘর বেঁধেছি এই বালুচরে;
দিবসে..............
ভাসিয়ে দিও না জোত্স্না বানে।
অন্ধকার ভালোবেসে
ফুটুক আগামী আলো,
বাজুক ভৈরব রাগ।
--=0=--
১৭-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ১৮/০৯/২০১৩--প্রচেষ্টা দারুণ এটা বলতেই পারি।--
-
সালমান মাহফুজ ১৮/০৯/২০১৩প্রথমাংশটা বেশ চমৎকার । দারুণ চিত্রকল্প !
-
ওয়াহিদ ১৮/০৯/২০১৩valo laglo ....