হাজার মুখ
= হাজার মুখ =
- হরি শংকর রায়
জীবন হেঁটে হেঁটে চলছে দু'পায়ে
দ্রুত অথবা ধীরে।
রক স্টারের তালে
কানে হেড ফোন
কাঁধে ঝুলে লাঞ্চের পট।
বড় বাবু !
রঙচটা জিন্সে মানিয়েছে বেস
দিনের পর দিন ...
জীবন এভাবেই চলে
দ্রুত অথবা ধীরে।
স্বপ্ন দেখেছিল মা একদিন
ছেলেটা বড় হবে;
অফিসার।
অনেক রোজগার . . .
হ্যাঁ!
হয়েছে।
টিনসেড ঘরে দেখছে আলোর নাচন
চোখে রঙীন স্বপ্ন ঝরে,
মোটা ফ্রেম কালো চশমা পড়ে
হেঁটে হেঁটে যাচ্ছে ... অফিস না কারাগার
কে জানে?
এভাবেই রোজ রোজ সকাল-সন্ধ্যা
যুদ্ধ করে করে
ঘরে ফিরে জীবন;
হ. . .!
মাস শেষে
মায়ের ঋণের বোঝা বাড়ে,
বাড়ুক।
তবুও আশায় ভরা বুক
এ নগর ছুটে চলে
হাজার হাজার মুখ।
oo========oo
৩১-০৮-১৩ইং
সাভার, ঢাকা।
- হরি শংকর রায়
জীবন হেঁটে হেঁটে চলছে দু'পায়ে
দ্রুত অথবা ধীরে।
রক স্টারের তালে
কানে হেড ফোন
কাঁধে ঝুলে লাঞ্চের পট।
বড় বাবু !
রঙচটা জিন্সে মানিয়েছে বেস
দিনের পর দিন ...
জীবন এভাবেই চলে
দ্রুত অথবা ধীরে।
স্বপ্ন দেখেছিল মা একদিন
ছেলেটা বড় হবে;
অফিসার।
অনেক রোজগার . . .
হ্যাঁ!
হয়েছে।
টিনসেড ঘরে দেখছে আলোর নাচন
চোখে রঙীন স্বপ্ন ঝরে,
মোটা ফ্রেম কালো চশমা পড়ে
হেঁটে হেঁটে যাচ্ছে ... অফিস না কারাগার
কে জানে?
এভাবেই রোজ রোজ সকাল-সন্ধ্যা
যুদ্ধ করে করে
ঘরে ফিরে জীবন;
হ. . .!
মাস শেষে
মায়ের ঋণের বোঝা বাড়ে,
বাড়ুক।
তবুও আশায় ভরা বুক
এ নগর ছুটে চলে
হাজার হাজার মুখ।
oo========oo
৩১-০৮-১৩ইং
সাভার, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ১৭/০৯/২০১৩ধন্যবাদ দাদা @বিশ্বজিত্ বণিক
-
বিশ্বজিৎ বণিক ১৭/০৯/২০১৩বাস্তবতার চাদর । খুব ভালো লেগেছে ।