অন্তর্লীন
=প্রেমিক=
-হরি শংকর রায়
প্রেমের দাবীতে এসো না
আমি তো শিখেছি প্রেম কবিতায়।
প্রেমিক........!
হাভাতে বড্ড প্রেমিক।
শূন্যে ঠুকেছি মাথা
উদভ্রান্ত সময় যাচ্ছে বয়ে।
কতই-বা হলো?
বড় জোড় তিরিশ,
খুব বেশী নয়।
নিঃশব্দে পদব্রজে একাই আসবে প্রেম
শিঞ্জিনীতে ভাঙবে ঘুম
আড়মোড়া ভেঙে কল্পলৌকিক,
ঐন্দ্রজালিকও নয়,
এ বড় জাগতিক।
আমি নিরাকার সত্য প্রেম চাই।
--=0=--
১৬-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
-হরি শংকর রায়
প্রেমের দাবীতে এসো না
আমি তো শিখেছি প্রেম কবিতায়।
প্রেমিক........!
হাভাতে বড্ড প্রেমিক।
শূন্যে ঠুকেছি মাথা
উদভ্রান্ত সময় যাচ্ছে বয়ে।
কতই-বা হলো?
বড় জোড় তিরিশ,
খুব বেশী নয়।
নিঃশব্দে পদব্রজে একাই আসবে প্রেম
শিঞ্জিনীতে ভাঙবে ঘুম
আড়মোড়া ভেঙে কল্পলৌকিক,
ঐন্দ্রজালিকও নয়,
এ বড় জাগতিক।
আমি নিরাকার সত্য প্রেম চাই।
--=0=--
১৬-০৯-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হরিশঙ্কর রায় ১৭/০৯/২০১৩বৈশাখী ঝড় আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই
-
মোকসেদুল ইসলাম ১৭/০৯/২০১৩ভাল লাগা জানাই
-
হরিশঙ্কর রায় ১৬/০৯/২০১৩রোদের ছায়া -আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
রোদের ছায়া ১৬/০৯/২০১৩আপনার প্রেমিক মনের অনুভূতি জেনে ভালো লাগলো । নিরাকার সত্যি প্রেমে আপনার জীবন উদ্ভাসিত হোক।