নিঃসঙ্গ প্রার্থনা
লৌহ গরাদ বেষ্টনীতে
বন্ধ ঘরের এক কোনায়,
দিবালোকে রাত্রিযাপন
কেটেছে কত নিঃসঙ্গ প্রার্থনায় ।
বিপ্লবের ওই দিনগুলো করেছে ,যখন হৃদয় দূর্বার
অন্ধকারে আকাশের নীচে হয়েছে কত বিনিদ্র শয়ন
রচিত হয়েছে গোপনে কত বিপ্লবের জয়গান
গভীর রাতের চন্দ্রিমার আলো পথ দেখায় বারংবার ।
অতীতের বাঁধন ছেড়ে দিয়ে মোরা নতুন পথ যে খুঁজি
সবাই মিলে তাই শক্তি মন্ত্রের দীক্ষা গ্রহণ করি,
রক্তের নদী বয়ে চলেছে যে দেশের আনায় কানায়
কত মায়ের অশ্রুজলে ভিজেছে আঁচল সন্তানহারায় ।
কালের দিনের শেষ হবে কবে বিনিদ্র রজনী যে কাটে
নতুন দিনের স্বপ্ন চোখে শুধুই অপেক্ষা ভবিষ্যতের ।
রক্তে ভেজা বুকের মাঝে লেখা হয়েছিলো কত ইতিহাস
কত দুঃখের অজানা কথা বেদনার, আজ পরিহাস ।
নেই কি কোন মানব দরদী, কখন জ্বালাবে জিয়ন কাঠী
নতুন দেশ গড়ার কাজে দেবে আন্তঃ-বাসনার বলি
স্বপ্ন যখন ভেঙ্গে গেল চোখ মেলে চেয়ে দেখি
সামনে শুধু পরে আছে লালা গোলাপের ডালি ।
রক্তে ভেজা কাগজে শুধু একটু লেখা –
করেছিলাম চেষ্টা হতে পারি নি সফল,
হে মাতৃভূমি তোমায় যে খুব ভালবেসেছিলাম আমি
ক্ষমা করো পারি যে নি রক্ষা করতে তোমার সকল গ্লানি ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
বন্ধ ঘরের এক কোনায়,
দিবালোকে রাত্রিযাপন
কেটেছে কত নিঃসঙ্গ প্রার্থনায় ।
বিপ্লবের ওই দিনগুলো করেছে ,যখন হৃদয় দূর্বার
অন্ধকারে আকাশের নীচে হয়েছে কত বিনিদ্র শয়ন
রচিত হয়েছে গোপনে কত বিপ্লবের জয়গান
গভীর রাতের চন্দ্রিমার আলো পথ দেখায় বারংবার ।
অতীতের বাঁধন ছেড়ে দিয়ে মোরা নতুন পথ যে খুঁজি
সবাই মিলে তাই শক্তি মন্ত্রের দীক্ষা গ্রহণ করি,
রক্তের নদী বয়ে চলেছে যে দেশের আনায় কানায়
কত মায়ের অশ্রুজলে ভিজেছে আঁচল সন্তানহারায় ।
কালের দিনের শেষ হবে কবে বিনিদ্র রজনী যে কাটে
নতুন দিনের স্বপ্ন চোখে শুধুই অপেক্ষা ভবিষ্যতের ।
রক্তে ভেজা বুকের মাঝে লেখা হয়েছিলো কত ইতিহাস
কত দুঃখের অজানা কথা বেদনার, আজ পরিহাস ।
নেই কি কোন মানব দরদী, কখন জ্বালাবে জিয়ন কাঠী
নতুন দেশ গড়ার কাজে দেবে আন্তঃ-বাসনার বলি
স্বপ্ন যখন ভেঙ্গে গেল চোখ মেলে চেয়ে দেখি
সামনে শুধু পরে আছে লালা গোলাপের ডালি ।
রক্তে ভেজা কাগজে শুধু একটু লেখা –
করেছিলাম চেষ্টা হতে পারি নি সফল,
হে মাতৃভূমি তোমায় যে খুব ভালবেসেছিলাম আমি
ক্ষমা করো পারি যে নি রক্ষা করতে তোমার সকল গ্লানি ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহিমুল্লাহ শরিফ ১৫/১১/২০১৪সুন্দর ৷
-
পরিতোষ ভৌমিক ১৪/১১/২০১৪মাগো তুর কান্না আমি সইতে পারি না ----খুব সুন্দর লিখেছেন ।
-
মোহাম্মদ আবদুল মান্নান ১২/১১/২০১৪চমৎকার আপনার লেখনী .....।
-
রক্তিম ১০/১১/২০১৪বার বার ফিরে আসবো তোমার কাছে । গোপন আঁধারে আলোর ফুলকি খুঁজে চলেছি, একদিন নিশ্চয় দাবানল হব । নিজের কাঙ্খিত মুক্তি।
-
মনিরুজ্জামান শুভ্র ১০/১১/২০১৪অনেক ভাল লাগলো ।
-
আহমাদ সাজিদ ০৯/১১/২০১৪ভালো..........
-
ইহ্সান জাহিদ ০৯/১১/২০১৪অনেক সুন্দর। ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ০৯/১১/২০১৪দেশভাবনা নিয়ে কবিতাটি ভালই হয়েছে।
এখানে 'দিবালোকে রাত্রিযাপন' কথাটি শুনতে কেমন যেন লাগে।
অভিনন্দন কবি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১১/২০১৪খুবই সুন্দর হয়েছে কবিতাটি। অনেক ভালো লাগলো।
-
মুহা, লুকমান রাকীব ০৯/১১/২০১৪চমৎকার হয়েচে কবি!!!!
-
বেনামী পত্তনদার ০৯/১১/২০১৪অসাধারণ