www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কোলে-মা (মা দিবসের কবিতা)

ঘুম থেকে উঠে দেখিনি তোমায় আজও
অনেক রাত কেঁদেছি,মন যে আমার বিভ্রান্ত আজ
কত বিনিদ্র রজনী কাটছে যে তোমায় ছাড়া
বড়ই যে ইচ্ছে করে তোমার কোলে শুতে
একটু আদর পেতে,একটু বায়না করতে
ঠিক যেমন করতাম তোমার কাছে ।
কি যে হল হঠাৎ তুমি চলে গেলে কেন ?

তোমার কেন পাচ্ছি না যে দেখা, কোথায় গেছো চলে
কেউ বলে না কথায় তুমি গেলে
মনে শুধু এক না পাওয়া অসমাপ্ত জিজ্ঞাসা চলে
আমি যে তোমার কোলে শুতে চাই আজও
তুমি এলে না আজও তোমার এই ছোট্ট সোনার কাছে ?
আমি তো রোজ চাই তোমার ভালোবাসা পেতে
তোমার বানিয়ে দেওয়া খাবার খেতে,তোমার কাছে গান শুনতে
তোমার কাছে আঁকা শিখতে।

না এতো বললাম, এতো কাঁদলাম, তবু এলে না তুমি
ঠিক আছে ,আজ আমি নিশ্চয়ই শোব তোমার কোলে,
আমি যে এঁকেছি তোমায়, মা
তুমিই এখন আমার মা ,এবার তোমার কোলে শোব ঠিক মাঝখানে গিয়ে
তুমি তখন করবে আদর আমায়
এবার আমি ঘুমবো, ঠিক ঘুমবো,তোমার কাছে।


সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
৯৮৩১৮৪০১৯৬
কলিকাতা
http://sanjukolm.blogspot.in/2014/05/blog-post.html
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মা গো ও মা কেনাে তোমাকে আজ জাগাতে পারি না।
    মাকে নিয়ে লেখা আবেগপ্রবন এই কবিতাটি অনেক ভালো লাগলো। সুখে থাকুক সকল মা।
  • আবু সাহেদ সরকার ০৯/০৬/২০১৪
    মা-কে নিয়ে দারুন কবিতার ঝুড়ি বানিয়েছেন গো কবি। আমার পাতায় আমন্ত্রণ।
  • কবি মোঃ ইকবাল ০৯/০৬/২০১৪
    অসাধারন একটি কাব্য।
  • এস ইসলাম ০৯/০৬/২০১৪
    দারুণ লিখেছেন
 
Quantcast