ইউ আর মাই লাইফ
যখন সন্ধ্যা আকাশে ওই ঝলমলে আলো স্ফুলিঙ্গিত হয়
উজ্জ্বল রঙের চমক ছড়ায়, দ্রুত আমার মনের আঙিনায় ।
নির্মলতার সুগন্ধও খেলে,শুধু তোমার ছোট্ট ওই মুখেমণ্ডলে
গভীর লুকনো দুঃখ তোমার মনের অন্তরালে,সত্যি গল্প বলে ।
পুরনো দিনের জীবনের দুঃখ যত,ভুলে যাই এই বিশেষ দিনে
ওই দিনে উপভোগ করি,তোমার পচ্ছন্দের স্পর্শ প্রথম কেকের কামড়ে।
ওই সেই দিন ছিল,যে দিন আমরা পেয়েছিলাম তোমায় খুঁজে,
হয়েছিল মোদের জীবনের মানে
দিনটি হল তোমার শুভজন্মদিন,আমারা করি অঙ্গীকার এই দিনে ।
থাকব তোমার সাথে চিরজীবন তোমার সকল পদক্ষেপে ।
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
কবিতাটি আসলে ইংলিশে লিখেছিলাম অনেক ইচ্ছাতে বাংলাতে লিখলাম।
http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131104052155/
http://sanjukolm.blogspot.in/2013_11_01_archive.html
উজ্জ্বল রঙের চমক ছড়ায়, দ্রুত আমার মনের আঙিনায় ।
নির্মলতার সুগন্ধও খেলে,শুধু তোমার ছোট্ট ওই মুখেমণ্ডলে
গভীর লুকনো দুঃখ তোমার মনের অন্তরালে,সত্যি গল্প বলে ।
পুরনো দিনের জীবনের দুঃখ যত,ভুলে যাই এই বিশেষ দিনে
ওই দিনে উপভোগ করি,তোমার পচ্ছন্দের স্পর্শ প্রথম কেকের কামড়ে।
ওই সেই দিন ছিল,যে দিন আমরা পেয়েছিলাম তোমায় খুঁজে,
হয়েছিল মোদের জীবনের মানে
দিনটি হল তোমার শুভজন্মদিন,আমারা করি অঙ্গীকার এই দিনে ।
থাকব তোমার সাথে চিরজীবন তোমার সকল পদক্ষেপে ।
শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬
কবিতাটি আসলে ইংলিশে লিখেছিলাম অনেক ইচ্ছাতে বাংলাতে লিখলাম।
http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131104052155/
http://sanjukolm.blogspot.in/2013_11_01_archive.html
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৯/১১/২০১৩ভালো।