www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নারীর বার্তা

নারীর বার্তা
- সংহিতা

আমি আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি -
আজ আগুন কিছুতেই ছুঁতে পারছে না আমায় ।
জলন্ত রক্তবর্ণ অঙ্গার দুলছে আমার কানের দুল হয়ে ,
আজ শ্মশানের কালি লেগেছে আমার চোখের কাজলে –
আমার এলোকেশী চুল - তলোয়ার হয়ে উড়ছে আকাশে ,
আঘাত আনতে পারে , তুলতুলে নরম মেঘের গায়েও
তাই আজ হতে পারে অকাল বর্ষণ, ঘটতে পারে মহাপ্রলয় ।
পাহাড় ও সমতল, মরু ও সাগর মিশে যেতে পারে আমার নিঃশ্বাসে ।
আমার শরীরের খাঁজে খাঁজে জমা অজস্র সপ্নের ধ্বংসাবশেষ –
শকুনির দল উড়ছে মাথার উপরে –
এখানে তো মাংস নেই – শুধু হাড় খুলি জমা ছাই –
আমার জীবনের ভিতরে সাহারা মরুভুমির উত্তাপ-
পুড়ছে নারী সত্তার জন্ম , মৃত্যুর ইতিহাস ও ভবিষ্যৎ ।
আমার জীবনের বাইরে বইছে সুনামির সমুদ্রচ্ছাস ।
প্রবল ঝোড়ো হওয়ায় উড়ে যাচ্ছে আমার সুখ দুঃখ –
টুকরো টুকরো হয়ে শুকনো পাতার মতন ।
আমার ক্লান্ত , রুক্ষ শরীর ও মনে অনন্ত ক্ষুধা জেগে উঠেছে –
তাই আমি হাঁটছি, আতি ধীর শান্ত নরম পদক্ষেপে
আগুনের উপর দিয়ে হাঁটছি-
আমি নিশ্চিত একদিন, এভাবেই সমস্ত রাক্ষসদের নখ ,দাঁত , লালসা
মাড়িয়ে আমি নারী , ঠিক পৌঁছে যাবো –
ওই কাঞ্চনজঙ্ঘার শিখর চূড়ায়।
দেখে নেব , আলো সে কেমন খেলা করে নির্ভয়ে একা একা ।
বুঝে নেব , কতটা তেজ থাকলে এভাবে দুর্গম ,নির্মম , ভয়ঙ্করতার
সাথে লুকোচুরি খেলা যায় ।
কতটা সবল হলে বেপরয়া হাঁটা যায় গভীর নির্জন পথে ।
কতটা ভালবাসলে কাঞ্চনজঙ্ঘার মাথার স্বর্ণমুকুট হওয়া যায় ।
প্রস্তুত রেখো রাক্ষস অথবা মানুষ আথবা পুরুষ তোমার সৈন্যদল।
আমার শুষ্ক অধর , বিস্তীর্ণ তপ্ত বালুচর
তৃষ্ণা মিটবে কখন ? গুনছে প্রহর ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast