কিশোরীবালা
তুই সুন্দরী বড় কিশোরী বালা
এ কেমন তোর আনমনা চলা।
পথ ভরা শুধু মিথ্যে মোহোমায়া,
ও কথায় তুই ভুলিস না।
মন চায় যদি ভালবা্স,
ভলোবাসা চেয়ে চোখে জল তুই আনিস না।
এ সমাজ তোকে ঠকাতে চায়,
এ সমাজ তোকে পোড়াতে চায়,
ও জাত পুরুষের দল
তোকে সাজাবে যতনে, মুক্তা রতনে
বন্দিনী তুই হোসনা।
ও রুপসী চাঁদ আসেনা কাছে-
ও শুধু মায়ায় বাঁধে।
ও রাতের মায়াবী আলো মাড়িয়ে আয়,
আয় জোৎস্না আলোয় ভিজি সারারত।
আকাশের সাদা সাদা মেঘ ছুঁয়ে ছুঁয়ে আয়
আয় নীল আকাশের খেলি---
সোনালী রোদ গায়ে মেখে
চল সবুজেরসাথে পথ চলি।
আয় একটুকু কাছে বসি
ঘুমঘুমরাত একাকী জাগি
আয় আবেশ ছিন্ন করে একটু ভলোবাসি।
এ কেমন তোর আনমনা চলা।
পথ ভরা শুধু মিথ্যে মোহোমায়া,
ও কথায় তুই ভুলিস না।
মন চায় যদি ভালবা্স,
ভলোবাসা চেয়ে চোখে জল তুই আনিস না।
এ সমাজ তোকে ঠকাতে চায়,
এ সমাজ তোকে পোড়াতে চায়,
ও জাত পুরুষের দল
তোকে সাজাবে যতনে, মুক্তা রতনে
বন্দিনী তুই হোসনা।
ও রুপসী চাঁদ আসেনা কাছে-
ও শুধু মায়ায় বাঁধে।
ও রাতের মায়াবী আলো মাড়িয়ে আয়,
আয় জোৎস্না আলোয় ভিজি সারারত।
আকাশের সাদা সাদা মেঘ ছুঁয়ে ছুঁয়ে আয়
আয় নীল আকাশের খেলি---
সোনালী রোদ গায়ে মেখে
চল সবুজেরসাথে পথ চলি।
আয় একটুকু কাছে বসি
ঘুমঘুমরাত একাকী জাগি
আয় আবেশ ছিন্ন করে একটু ভলোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭বানানের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন।বানান লেখার সৌন্দর্য্যটাই নষ্ট করে দেয়।
-
মোনালিসা ০৪/০৮/২০১৭না পরে পারলাম না
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৮/২০১৭খুব ভালো লাগল।
-
অর্ক রায়হান ০৪/০৮/২০১৭অসাধারণ!