www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক বিশ্ব বিস্ময়

দূর আকাশের নক্ষত্র বিস্ফোরণ –
হোমশিখা হয়ে জ্বলছে কার বুকের উপর –
কোন অভিমানে ,বিরহ ,প্রেম ,সুখে, দুখে-
আমি তাকে খুঁজবো কোথায় ?
যখন মহাবিশ্বে জন্ম নিল স্থান , কাল ও সময়
সেখানে তো আমি নেই –
আমি তাকে খুঁজব কবে থেকে ।
যেদিন জন্ম নিল এই পৃথিবী-
আর  পৃথিবীর বুকে যেদিন জন্ম নিল এক আমি-
সেদিন এক বিশ্ব বিস্ময় মন নিয়ে ,
পৃথিবীর পাড়ে বসে  গভীর অন্ধকারে
আমি শুধু  দেখি নক্ষত্রের গুটি চালা-
এ দাবা খেলায় কে বা রাজা ,কেবা সৈন্য ,
কেবা নৌকা ,ঘোড়া মন্ত্রী -
কোন চালের কি নিয়ম তার আমি কি জানি?
তবু আমার কৌতূহলী সুদূর প্রসারি মন,
আলোক বর্ষ বেগে ধাবমান তার খোঁজে –
যে রহস্য মহাবিশ্ব  সাগরে আছে ডুবে  
তার তটিনীর প্রতিটি বালুকনা –
আমার কল্পদৃস্টির ওপারে থেকে যায় ।
না জানি কার গর্ভ হতে জন্ম নেবে নতুন সময় আবার শূন্য হতে,
নাকি হারাবে  পুরানো স্থান কৃষ্ণ গহ্বরে –
চির নতুনের খোঁজে বিশ্ব পথে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাঁঝের তারা ২৯/০৭/২০১৭
    বেশ ভালো
  • অ ন ব দ্য।
  • তারুণ্যের সাথেই থাকুন।
 
Quantcast