www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কখনও ভাবেনি মন্

তুমি বড় বাড়ির রাজকন্যে।

ভাবিনি কখনও নিস্পাপ তুমি এত।
ক্ষণিক দুখের অন্তরালে এসে ,
বারে বারে তুমি মুছিয়ে দিয়েছো ;
আঁধার জমানো ক্ষত ।

বুঝিনি কখনও তোমার মনের কথা,
দেখিনি তোমার লুকিয়ে রাখা তৃপ্তি,
সন্মুখ পানে যখনই কিছুটা আসি;
মাথা নত করে কাজল রাঙানো দৃষ্টি ।

দেখেছি তোমার শত হাঁসি ভরা মুখ,
দেখেছি তোমার আপন হওয়ার আশা,
ভাবি;
সময় কিনে বোলবো তোমায় কিছু,
সুন্দরতায় হারিয়ে ফেলিগো ভাষা।

- শোনো -
জন্ম আমার দারিদ্রতার পাতায়,
বিলাসবহুল কিছুই পায়নি মন।
" সংগ্রাম " করে পথ খুঁজেছি নিজেই;
যার শিক্ষা বলে তুমি মোর বড় আপন ।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৩৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast