সাড়ে চার হাতের কাব্য
আমার শীরা-উপশীরায় ধরেছে টান
নুইয়ে পড়ছে সাড়ে চার হাতের কাব্য ।
অনুভূতির সাগরে লেলীহান শীখা ,
ধিক্ ধিক্ জ্বলতে থাকার স্বপ্নময় প্রহর ।
তবু আমার সাড়ে চার হাতের কাব্য ,
অচিরেই কল্পনা গড়ছে ।
আবার আমার শীরা-উপশীরায় ধরেছে টান ,
ঠিক তখনই গড়ছি আমার সাড়ে চার হাতের কাব্য ।
নুইয়ে পড়ছে সাড়ে চার হাতের কাব্য ।
অনুভূতির সাগরে লেলীহান শীখা ,
ধিক্ ধিক্ জ্বলতে থাকার স্বপ্নময় প্রহর ।
তবু আমার সাড়ে চার হাতের কাব্য ,
অচিরেই কল্পনা গড়ছে ।
আবার আমার শীরা-উপশীরায় ধরেছে টান ,
ঠিক তখনই গড়ছি আমার সাড়ে চার হাতের কাব্য ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০৪/২০১৭nice
-
মেঘবালিকার রূপকথা ০৬/০৪/২০১৭nice
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০৪/২০১৭ওহ! দারুণ এক কম্পোজিশন
ধন্যবাদ।