সমাজের চোখ কি অন্ধ
সমাজের চোখ কি অন্ধ
কেন দেখতে পাই না
আজ সেই মেয়েটি ধর্ষিতা
গর্জিত কণ্ঠে বলে তার আর কোনো দাম নেই
আর তোমাদের বাড়ির ছেলেটা
তার নাকি খুব দাম
সে নাকি ডাক্তার বা বড় মামের কেউ
যখন সেই অসহায় মেয়েটিকে ভোক্ষ করেছিল
সমাজ তুমি কি তখন ঘুমিয়ে ছিলে
যখন মেয়েটি বরবাদ হয়েছে তখন ভৎসনা দিতে ছাড়না
এখন তোমার চোখ দূরবীণ হয়ে গেছে
তাই না
তবে কতকাল চলবে এই নিয়ম
এই অন্যায় অত্যাচার কে তুমি সহ্য করবে সমাজ
তোমার হাতেই বিচার তুমিই পারবে
তাই তোমার হাতেই ছাড়লাম
কেন দেখতে পাই না
আজ সেই মেয়েটি ধর্ষিতা
গর্জিত কণ্ঠে বলে তার আর কোনো দাম নেই
আর তোমাদের বাড়ির ছেলেটা
তার নাকি খুব দাম
সে নাকি ডাক্তার বা বড় মামের কেউ
যখন সেই অসহায় মেয়েটিকে ভোক্ষ করেছিল
সমাজ তুমি কি তখন ঘুমিয়ে ছিলে
যখন মেয়েটি বরবাদ হয়েছে তখন ভৎসনা দিতে ছাড়না
এখন তোমার চোখ দূরবীণ হয়ে গেছে
তাই না
তবে কতকাল চলবে এই নিয়ম
এই অন্যায় অত্যাচার কে তুমি সহ্য করবে সমাজ
তোমার হাতেই বিচার তুমিই পারবে
তাই তোমার হাতেই ছাড়লাম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অঙ্কুর মজুমদার ০৮/১২/২০১৬nice
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৮/১২/২০১৬হুম, ভাল লিখেছেন
অসাধারন -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/১২/২০১৬অসাধারণ প্রতিবাদ!
-
আলমগীর সরকার লিটন ০৮/১২/২০১৬অনেক ভাল লাগল
শুভেচ্ছা নিবেন----------