www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দূর থেকেই ভালোবাসি তোকে ( সুসমিতা )

কতটা -ই বা জানি তোকে ,
কত দিন-ই বা তোকে দেখেছি ,
তবু তোর স্বপ্নের চাদর , আমার মনে পেতে রেখেছি ।
কষ্ট করে ভাবছি তোকে , বলতে পারছি না যে আজ,
আমার মনের ভাবনাগুলো জীবন মনের তাজ ।
জীবন মনের ভাবনাগুলো মনেই পেতে রেখেছি ,
আকাশের চাঁদটি হয়ে আবার কাছে এসেছি ।
রাত দুপুরে কেউ ছিল না ,ছিলাম শুধু আমি ,
সেদিনের চিঠিক্ষানা যত্ন করে পাঠিয়ে ছিলাম যে আমি ।
কত আলো দেব তোকে ,বলবি তুই , একবার ,
আমায় দেখিসনি বলে , তারিয়ে দিস না আর ।
রাত দুপুরে দেখেছি আজ সোনার মতো মুখ ,
কি কারণে জানিনা হায় কেঁদে ভাসিয়েছি যে বুক ।
দূর থেকেই দেখেছি তোকে অনেক ভালোবেসে ,
একবারও তুই কেন এলেনি না ?
আমার মনের দেশে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast