আমি ভেবে গেছি তারে
আমি ভেবে গেছি তারে,
সে ছিলো আমারো মনোমাঝারে ।
ভাবিনিতো এতো কষ্ট তবু ভেবে গেছি তারে ,
সে ছিলো আমারো মনোমাঝারে ।
রাতের স্বপ্ন ছিলোনাকো সত্য,আমি আজও ভাবি তারে,
হয়তো সে ছিলো আমারো মনোমাঝারে ।
আহামরি আমো আজি হয়ে গেছি কার,
বারবার মনে পড়ে কথাও তাহার ।
আজও আমি ভাবি তারে নাহি জানি কার,
তবু সে হয়ে গেছে অন্যের আহার । ।
সে ছিলো আমারো মনোমাঝারে ।
ভাবিনিতো এতো কষ্ট তবু ভেবে গেছি তারে ,
সে ছিলো আমারো মনোমাঝারে ।
রাতের স্বপ্ন ছিলোনাকো সত্য,আমি আজও ভাবি তারে,
হয়তো সে ছিলো আমারো মনোমাঝারে ।
আহামরি আমো আজি হয়ে গেছি কার,
বারবার মনে পড়ে কথাও তাহার ।
আজও আমি ভাবি তারে নাহি জানি কার,
তবু সে হয়ে গেছে অন্যের আহার । ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৬/২০১৬
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০১৬পড়লাম।
-
অঙ্কুর মজুমদার ৩০/০৬/২০১৬nice1
-
মনীষ তালধী ৩০/০৬/২০১৬ভালো হয়েছে
ওয়ান মোর ...::::