www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রথম দিন

সেদিন-ই আমি তাকে প্রথম দেখেছি
ওই দুরের সেই রাস্তায়
তার কয়েকটা বান্ধবীর সাথে ।
মক্তোর মতো হাসিও কর্ণপাত করেছিলাম সেদিন
সেটাই তো প্রথম দিন ।

তার পর একটা বছর কেটেছে
একবারও নাগাল পায়নি তার
তবু সেই মুক্তোর হাসি আজও কর্ণকুহুকের মধ্যে বাজছে ।

হেনমনে একা চলেছি রাস্তা দিয়ে,
দুরে সেই মেয়েটি চলেছে তার জীবনসঙ্গী নিয়ে ।
যেদিন তার সঙ্গে আমার প্রথম দেখা ,
সেদিন তার অন্য জীবনসঙ্গী নিয়ে পথ চলার প্রথম দিন ।

হয়তো আজ সেটা বুঝতে পারলাম ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অঙ্কুর মজুমদার ২৮/০৬/২০১৬
    vlo ...........
 
Quantcast