www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাতের শেষে আবার ব্যস্ততা

ভোর হয়েছে, পাখিরা কিচির মিচির করে ডাকছে,
এক ঝাঁক পাখি আকাশের একপ্রান্ত থেকে আর একপ্রান্তে আসা-যাওয়া করছে ।
সূর্যের সেই লাল কিরণটি পৃথিবীতে আসতে এখন অনেকদেরি ।
ক্লান্ত এক গ্রাম ,সবাই নিদ্রায় আচ্ছন্ন এখন,
দুরের ওই পল্লির মেয়েটিও এখন ভোরের দোয়েল পাখির গান আর শোনে না ।
এখন তো আধুনিক যুগ !!
বৈদ্যুতিক পাখা ঘোরে ঘন ঘন করে,
আজ আর প্রকৃতির মূল্য বোঝা যায়না !
ভোরের সেই হালকা মধুর বাতাস আর এসে লাগেনা শরীরে ।
মেয়েটি এখনও ঘুমিয়ে বৈদ্যুতিক পাখাটির নিচে !
তবে প্রকৃতির মূল্য টা কোথায় ?
রাতের শেষে আবার ব্যস্ততা !!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবুল হাসান ২৪/০৬/২০১৬
    দারুন
  • অঙ্কুর মজুমদার ২৪/০৬/২০১৬
    hmm vlo........
  • নাবিক ২৪/০৬/২০১৬
    ভালো লাগলো
 
Quantcast