সন্দীপ মন্ডল
সন্দীপ মন্ডল-এর ব্লগ
-
আমার শীরা-উপশীরায় ধরেছে টান
নুইয়ে পড়ছে সাড়ে চার হাতের কাব্য ।
অনুভূতির সাগরে লেলীহান শীখা ,
ধিক্ ধিক্ জ্বলতে থাকার স্বপ্নময় প্রহর । [বিস্তারিত] -
সমাজের চোখ কি অন্ধ
কেন দেখতে পাই না
আজ সেই মেয়েটি ধর্ষিতা
গর্জিত কণ্ঠে বলে তার আর কোনো দাম নেই [বিস্তারিত] -
সেই মেয়েটি আমার খুব ভালো বন্ধু ছিল ,
হাতের উপর হাত রেখে চলছিলাম পথ ,
দিব্যি আনন্দে ।
সেদিন খুব ছোট ছিলাম , [বিস্তারিত] -
প্রথম পরিচ্ছেদ : শুরুই হলনা তাহার আগেই সমাপ্ত হইয়াছে । ইহা হবার-ই ছিলো । তথাকথিত আমি ভাবিয়া লইয়া ছিলাম । আমি অদৃষ্ট কেও দোষ দিতে চাই নাই । তবু অতীতের কথা বার বার ফিরিয়া আসে মনে । কি করিব আমি যে ভু... [বিস্তারিত]
-
কতটা -ই বা জানি তোকে ,
কত দিন-ই বা তোকে দেখেছি ,
তবু তোর স্বপ্নের চাদর , আমার মনে পেতে রেখেছি ।
কষ্ট করে ভাবছি তোকে , বলতে পারছি না যে আজ, [বিস্তারিত] -
আমি ভেবে গেছি তারে,
সে ছিলো আমারো মনোমাঝারে ।
ভাবিনিতো এতো কষ্ট তবু ভেবে গেছি তারে ,
সে ছিলো আমারো মনোমাঝারে । [বিস্তারিত] -
সেদিন-ই আমি তাকে প্রথম দেখেছি
ওই দুরের সেই রাস্তায়
তার কয়েকটা বান্ধবীর সাথে ।
মক্তোর মতো হাসিও কর্ণপাত করেছিলাম সেদিন [বিস্তারিত] -
ভোর হয়েছে, পাখিরা কিচির মিচির করে ডাকছে,
এক ঝাঁক পাখি আকাশের একপ্রান্ত থেকে আর একপ্রান্তে আসা-যাওয়া করছে ।
সূর্যের সেই লাল কিরণটি পৃথিবীতে আসতে এখন অনেকদেরি ।
ক্লান্ত এক গ্রাম ,সবাই নিদ্রায় আচ... [বিস্তারিত]