www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উচিত বিচার

BASED ON MILTON's PARADISE LOST

ভাগ -১

মানুষের প্রথম পাপ এবং তার ফল ,
মানুষকে মৃত্যুর মুখোমুখি এনে দিল l
স্বর্গ হারা হয়ে মানুষ ছিল ;
অসভ্য , বন্য , বর্বর l
ধন্য সেই পুণ্যাত্মা ,
যার জন্য এসেছি ফিরে তোমার কাছে আজ ,
জানতে শুধু , কেন তুমি দুরে
ফেলে দিলে মোদের বাপ মা রে -
কী ছিল তাদের পাপ ?
জানি ; লোভে পাপ , পাপে মৃত্যু ,
তবু ; ছিল না কি উপায় ?
যাহাতে তাদের তুমি ফিরিয়া লইতে
আপন বক্ষে l
ফিরাইয়া দিতে তাদের হারানো স্থান l

কে ছিল সেই দেবপুত্র?
যার প্রলোভনে মরিল শত বীর যোধ্যা l
হে দেবী , বল মোরে ;
কেমনে ঢুকিল সে , এ নন্দনকাননে ?
পৃথিবীর সৃষ্টিলগ্ন হতে ,
তুমি ছিলে এ ধরাভূমিতে l
কৃপা করে বল মোরে সে কাহিনী ,
যেথা হারিল শয়তান ,
স্বর্গ হতে বিতারিত হলো দূর নরক ধামে l
যেথা আলো নেই , নেই বাতাস l
তবু , কেন করিল না সন্ধি তোমার সাথে !
হে দেবী , বল মোরে
কেন তুমি দুরে ফেলে দিলে সমগ্র মানবেরে?
যদি সেই ফলেই মোদের পাপ -
তবে কেন রচিলে এ লীলা ,
যেখানে সেই স্বর্প দেখালো আপন খেলা l
কিসের সে জ্বালা ; যে বারবার ঢুকতে চায় সে,
এ স্বর্গধামে l

জানি আমি , তুমি নিরুত্তর l
তবে , শোন মোর কথা ,
পারলে একবার ঘুরে আসিও সেথা l
দেখে এস সে দুর্দশার ছবি এবং পারলে;
একবার ভেবে দেখো ,
এই কি তোমার উচিত বিচার ?

ভাগ ২

ধীরে ধীরে যখন জাগিল শয়তান
হারাইয়া আপন গৌরব l
চারিদিকে ফিরি দেখিল সেই স্থান ,
যেথা থাকতে হবে বন্দী
তাদের চিরকাল l
যেথা পড়িয়া আছে , বিক্ষিপ্ত ভাবে
তারিই মন্ত্রিপরিষদ l
মন করে ধিক ধিক ; তবু তো সৈনিক ,
হেরে যাওয়া কি তার শোভা পায়!
পাতাল গভীর মাঝে নরকের রাজা
সাজে রণসজ্যায় l
পরদিন প্রভাতে সম্মধিয়া সভাসদে
কহিতে লাগিল সে ,
" যদিও হারায়ছি স্বর্গ , নেই সে মোদের গৌরব l
তবু মোরা হারি নাই l
কিসের দুঃখ , কিসের ব্যথা ?
যেথা স্বর্গ , সেথাই নরক ,
ভিন্ন কিছু নাহি l "

ভাগ ৩


দেবী , করি সর্বশেষ প্রার্থনা আজ
যত খুশি শাস্তি দাও তুমি শয়তানেরে ,
তবু কৃপা করে ফিরাইয়া লও
তাদের আপন বক্ষে ,
যারা করে নি কোনদিন তোমার অপমান
কৃপা করে ফিরাইয়া দাও তাদের সেই গৌরব স্থান ।
তুমিই তো বলেছ , ক্ষমা পরম ধর্ম
তবে এ কিসের ন্যায় , কেমন বিচার ?
হে দেবী , করি আবেদন আজ
শক্ত হাতে কর দমন তুমি পাপকে ,
পাপীকে ফিরাইয়া দাও তার হারানো স্থান ,
তবেই হবে তোমার জয় , তোমার উচিত বিচার ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast