www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দায় (2)

অন্ধকারের         পর্দা জড়ানো ঘরে
আততায়ী দ্বারা    খুন হয়ে গেছে মন
লাশটা এখনো     তেমনই রয়েছে পড়ে
চারপাশে ভীড়     কত শত লোকজন

ময়নাকে দিয়ে      তদন্ত হয় কত
চিরুনীকে নিয়ে     তল্লাশি হয় রোজ
মরে গিয়ে মন      খবরের শিরোনামে
ছিলো বেঁচে যবে   রাখেনি তো কেউ খোঁজ

মন চলে যেতে      কায়া আজ বড় একা
একই ঘরে ছিলো   দু’জনের বসবাস
একে অপরের       সাথে সদা মিলেমিশে
সুখে দুঃখতে        কাটিয়েছে বারোমাস

প্রতিবেশী সব       কায়ার কাছেতে এসে
ছুঁয়ে তার দেহ      সান্ত্বনা দিয়ে যায়
শোকেতে বিহ্বল    তবু অনুভব করে
এ শরীর নিয়ে      বেঁচে থাকা বড় দায়

এরপরে কাটে       দিন ও বছর মাস
মিটে গেছে সব     আশা আর অভিলাষ
সেই একই ঘরে    তবু একা আজও বাস
স্তব্ধ হৃদয়           ধিকি ধিকি চলে শ্বাস

চলে শ্বাস তাই    পেটেতে খিদের টান
ভুলে গিয়ে সব    লাজ আর সন্মান
পরিপাটি সাজ     মুখেতে হাসির ভান
তোলপাড় সব     দেহখানি টান্ টান্

        এমনি করিয়া      প্রতিদিন রাত আসে
        প্রতিদিনই রাত    একই ভাবে শেষ হয়
        মন নেই তাই      মনে হয় বারে বারে
শুধু     শরীর নিয়ে কি    বেঁচে থাকা কভু যায় ... ! ... ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন কবিতা। বাট স্পেস গুলো আরেকটু অন্যরকম হলে বেশী ভালো হতো।
  • তুষার রায় ২৬/০৩/২০১৫
    খুব ভালো লেগেছে কবি...
  • আবিদ আল আহসান ২৪/০৩/২০১৫
    Awesome
  • তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫
    অসাধারন ছন্দ ও বিসয় শ্রেনির দিক থেকে । শুভ কামনা রইল ।
  • জাফর পাঠান ২৩/০৩/২০১৫
    ভালো লাগা রেখে গেলাম ।
  • বেশ ছন্দের কারুতা --
  • মল্লিকা রায় ২২/০৩/২০১৫
    মুগ্ধ হলাম কবিতায়।
  • সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫
    ফাইন লিখণী
  • আবু সাহেদ সরকার ২১/০৩/২০১৫
    hummmmm bes
  • খুবই সুন্দর। অন্য ধরনের কবিতা।
  • রক্তিম ২১/০৩/২০১৫
    বাহ বেশ । মন না থাকলে সৃষ্টি নেই, মন না থাকলে বাঁচার অর্থ নেই। এ মন লাশ রাখব কোথায় , আ............ছ...............কেও............বলবে.........আমায়।
 
Quantcast