দায় (2)
অন্ধকারের পর্দা জড়ানো ঘরে
আততায়ী দ্বারা খুন হয়ে গেছে মন
লাশটা এখনো তেমনই রয়েছে পড়ে
চারপাশে ভীড় কত শত লোকজন
ময়নাকে দিয়ে তদন্ত হয় কত
চিরুনীকে নিয়ে তল্লাশি হয় রোজ
মরে গিয়ে মন খবরের শিরোনামে
ছিলো বেঁচে যবে রাখেনি তো কেউ খোঁজ
মন চলে যেতে কায়া আজ বড় একা
একই ঘরে ছিলো দু’জনের বসবাস
একে অপরের সাথে সদা মিলেমিশে
সুখে দুঃখতে কাটিয়েছে বারোমাস
প্রতিবেশী সব কায়ার কাছেতে এসে
ছুঁয়ে তার দেহ সান্ত্বনা দিয়ে যায়
শোকেতে বিহ্বল তবু অনুভব করে
এ শরীর নিয়ে বেঁচে থাকা বড় দায়
এরপরে কাটে দিন ও বছর মাস
মিটে গেছে সব আশা আর অভিলাষ
সেই একই ঘরে তবু একা আজও বাস
স্তব্ধ হৃদয় ধিকি ধিকি চলে শ্বাস
চলে শ্বাস তাই পেটেতে খিদের টান
ভুলে গিয়ে সব লাজ আর সন্মান
পরিপাটি সাজ মুখেতে হাসির ভান
তোলপাড় সব দেহখানি টান্ টান্
এমনি করিয়া প্রতিদিন রাত আসে
প্রতিদিনই রাত একই ভাবে শেষ হয়
মন নেই তাই মনে হয় বারে বারে
শুধু শরীর নিয়ে কি বেঁচে থাকা কভু যায় ... ! ... ?
আততায়ী দ্বারা খুন হয়ে গেছে মন
লাশটা এখনো তেমনই রয়েছে পড়ে
চারপাশে ভীড় কত শত লোকজন
ময়নাকে দিয়ে তদন্ত হয় কত
চিরুনীকে নিয়ে তল্লাশি হয় রোজ
মরে গিয়ে মন খবরের শিরোনামে
ছিলো বেঁচে যবে রাখেনি তো কেউ খোঁজ
মন চলে যেতে কায়া আজ বড় একা
একই ঘরে ছিলো দু’জনের বসবাস
একে অপরের সাথে সদা মিলেমিশে
সুখে দুঃখতে কাটিয়েছে বারোমাস
প্রতিবেশী সব কায়ার কাছেতে এসে
ছুঁয়ে তার দেহ সান্ত্বনা দিয়ে যায়
শোকেতে বিহ্বল তবু অনুভব করে
এ শরীর নিয়ে বেঁচে থাকা বড় দায়
এরপরে কাটে দিন ও বছর মাস
মিটে গেছে সব আশা আর অভিলাষ
সেই একই ঘরে তবু একা আজও বাস
স্তব্ধ হৃদয় ধিকি ধিকি চলে শ্বাস
চলে শ্বাস তাই পেটেতে খিদের টান
ভুলে গিয়ে সব লাজ আর সন্মান
পরিপাটি সাজ মুখেতে হাসির ভান
তোলপাড় সব দেহখানি টান্ টান্
এমনি করিয়া প্রতিদিন রাত আসে
প্রতিদিনই রাত একই ভাবে শেষ হয়
মন নেই তাই মনে হয় বারে বারে
শুধু শরীর নিয়ে কি বেঁচে থাকা কভু যায় ... ! ... ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫দারুন কবিতা। বাট স্পেস গুলো আরেকটু অন্যরকম হলে বেশী ভালো হতো।
-
তুষার রায় ২৬/০৩/২০১৫খুব ভালো লেগেছে কবি...
-
আবিদ আল আহসান ২৪/০৩/২০১৫Awesome
-
তরুন ইউসুফ ২৩/০৩/২০১৫অসাধারন ছন্দ ও বিসয় শ্রেনির দিক থেকে । শুভ কামনা রইল ।
-
জাফর পাঠান ২৩/০৩/২০১৫ভালো লাগা রেখে গেলাম ।
-
শ্রীস্বপন চক্রবর্ত্তী ২২/০৩/২০১৫বেশ ছন্দের কারুতা --
-
মল্লিকা রায় ২২/০৩/২০১৫মুগ্ধ হলাম কবিতায়।
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫ফাইন লিখণী
-
আবু সাহেদ সরকার ২১/০৩/২০১৫hummmmm bes
-
স্বপন রোজারিও(১) ২১/০৩/২০১৫খুবই সুন্দর। অন্য ধরনের কবিতা।
-
রক্তিম ২১/০৩/২০১৫বাহ বেশ । মন না থাকলে সৃষ্টি নেই, মন না থাকলে বাঁচার অর্থ নেই। এ মন লাশ রাখব কোথায় , আ............ছ...............কেও............বলবে.........আমায়।