স্বর্গ নরক
সূর্যটা লজ্জায় মুখ ঢাকে আমার কথা ভেবে ;
ঘরকন্না সামলে চাঁদটা এসে সহমর্মিতা জানায়
কখনো শেষ রাতে ,
কখনোবা ভর সন্ধ্যায় ,
কখনো উন্মুক্ত সাজে ,
কখনোবা ঢাকা পর্দায় ;
একটা রাত
অনন্ত সময় !
আমার দরজায় কলিংবেল ,
দোকানে ঝোলানো বোর্ডে
- ধার চাহিয়া লজ্জা দিবেন না ,
ফেলো কড়ি মাখো তেল ।
ঠিক তখনই
রোজকার নরক যন্ত্রণা শেষে
তুমি মহাপ্রস্থানের পথে ,
ফিরতে না চাওয়ার গল্প ;
তোমার হাতের মুঠোয় স্বর্গসুখ ,
যে স্বর্গ রচনা হয়েছে আমাকে আবর্ত করে ।
শেষ ধাপ পেরোনোর পর
আকাশের কালো রঙ ফিঁকে
ফিরতে না চাওয়ার গল্প ভুলে
তুমি এখন নরকের দিকে ...
ঘরকন্না সামলে চাঁদটা এসে সহমর্মিতা জানায়
কখনো শেষ রাতে ,
কখনোবা ভর সন্ধ্যায় ,
কখনো উন্মুক্ত সাজে ,
কখনোবা ঢাকা পর্দায় ;
একটা রাত
অনন্ত সময় !
আমার দরজায় কলিংবেল ,
দোকানে ঝোলানো বোর্ডে
- ধার চাহিয়া লজ্জা দিবেন না ,
ফেলো কড়ি মাখো তেল ।
ঠিক তখনই
রোজকার নরক যন্ত্রণা শেষে
তুমি মহাপ্রস্থানের পথে ,
ফিরতে না চাওয়ার গল্প ;
তোমার হাতের মুঠোয় স্বর্গসুখ ,
যে স্বর্গ রচনা হয়েছে আমাকে আবর্ত করে ।
শেষ ধাপ পেরোনোর পর
আকাশের কালো রঙ ফিঁকে
ফিরতে না চাওয়ার গল্প ভুলে
তুমি এখন নরকের দিকে ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/০৪/২০১৫আপনার লেখা সত্যি অনেক ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০৩/২০১৫বেশ বেশ ভাল
-
কুয়াশা রায় ১৭/০৩/২০১৫বেশ লাগল।সুন্দর লেখা।
-
রক্তিম ১৭/০৩/২০১৫সুন্দর কবিতা ভালো লাগে পড়তে এবং অবগাহন করতে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০৩/২০১৫বরাবরের মতই বলবো আপনার লেখাটি অনেক সুন্দর খুব ভালো লাগলো।
-
নাইমুর রহমান রিজভী ১৭/০৩/২০১৫সুন্দর
-
মল্লিকা রায় ১৭/০৩/২০১৫সুন্দর কবিতা।
-
পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫ভাল