www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিণতি

দিয়ে প্রেম যত , হৃদয়ের মত
করিয়া ধরণী সৃষ্টি ;
পাঠায়েছে দূত সে যে বারে বারে ,
রাখিয়া সজাগ দৃষ্টি ।

তাহাদের বানী – নয় হানাহানি ,
প্রেম ও শান্তির সুর
ভরিয়া এ ধরা , আছে যত জ্বরা –
হিংসাকে কর দূর ।

ভুলিয়া সে কথা , দিয়ে তারে ব্যথা ,
আপন কার্য সিদ্ধ
করিতে সকলে , বলে - কৌশলে
করেছো কাঁটায় বিদ্ধ ।

তবু তারা আসে , আকাশে – বাতাসে –
মাটির ধূলিকে ছুঁয়ে ,
বোঝোনি কখনো , অবুঝ এখনো ,
বিবাদে মগন দু’য়ে ।

তারই হাতে গড়া , অখন্ড ধরা ,
করুণার নাই শেষ ;
রচিয়া গন্ডি , করিয়া খন্ডি ,
গড়েছো পৃথক দেশ ।

নেই কোনো ক্ষমা , আছে সবই জমা ,
ফল ঠিকই পাবে সবে ;
পাপের কলস কানায় কানায়
পূর্ণ যেদিন হবে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাজমুল আহসান ১১/০৩/২০১৫
    ভাল লেগেছে
  • পিয়ালী দত্ত ১০/০৩/২০১৫
    অনবদ্য
  • প্রদীপ কুমার ১০/০৩/২০১৫
    অসাধারণ.........
  • খুবই সুন্দর লেখা। নিয়মিত এমন কিছু চাই
  • শম্পা ১০/০৩/২০১৫
    অসাধারণ লিখেছেন। দারুন লাগল।
  • সবুজ আহমেদ কক্স ১০/০৩/২০১৫
    পড়ে মুগ্ধ হলাম ছন্দ অন্ত্যমিল শব্দ বাক্য সব মিলে দারুন লিখনী ...........................।
 
Quantcast