www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বদল

কল্পনাতেও যে ভাবনা ছিল দায় ,
বাস্তবে আজ তাই বিরাজিত আছে !
অভিধানে লেখা ব্যতিক্রমের মানে
বদলে এখন স্বাভাবিক হয়ে গেছে ।

এ বদল যদি তুমি বদলাতে চাও ,
তুমিই নিজেই বদল হয়ে যাবে ;
চলছে যা , তাই চলুক যেমন চলে ,
আদার ব্যাপারী , জাহাজ-খোঁজে কি হবে ?

মর্ত্যলোকেতে মানুষের দেখা নাই ,
হারিয়েছে কোন্ পিছন পথের বাঁকে ;
যারা ছিল , তারা ইতিহাস হয়ে গেছে ,
যমালয়ে আজ জ্যান্ত মানুষ থাকে ।

তুমি যদি হও মানুষের প্রতিনিধি ,
তবে জেনো , তুমি সংখ্যালঘুর দলে ;
এই একটাই আজো স্বাভাবিক আছে –
সংখ্যালঘুরা পিছন সারিতে চলে ।

হাতে উন্নত কলা কৌশল আছে ,
লিঙ্গের মতো ধর্ম বদলে নাও ;
পশু , নেতা – আরো শত বিকল্প আছে ,
যা ইচ্ছে , তাই সহজেই হয়ে যাও ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১২/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ১৪/১২/২০১৩
    অসাধারণ l
    গভীর ভাবনার ছন্দায়িত রূপ।
    • কাঁধ কেমন আছে ?
      • אולי כולנו טועים ১৭/১২/২০১৩
        ক'দিন রেস্ট নিয়ে অনেকটা ভালো এখন।...:)
        আর, তুমি আসরে অনিয়মিত কেন ?
        খুব বেশি ব্যস্ত হলেও মাঝে মাঝে লিখতে পার তারুন্যে ?
    • ধন্যবাদ ...
  • খুব ভাল লাগল
 
Quantcast