www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি(২)

চলেছিলাম পথে একা একা ,
“ আমার ” সাথে আমার হঠাৎ দেখা ।

  শুধাই দেখে , - “ আছো কেমন ? ভালো ??
  তবু ভালো ! আবার দেখা হলো !! ”

    “ আমি ” থাকে চুপটি করে চেয়ে –
    যেদিক পানে পথটি গেছে বেয়ে ।

      হয়তো কারো ফেরার কথা আছে ,
      নয়তো যাওয়ার কথা কারোর কাছে ।

        আবার শুধাই , - “ প্রতীক্ষাতে রও ?
        না কি আছে যাওয়ার তাড়া ? যাও ?? ”

          তবু “ আমি ” আছে চুপটি করে ,
          মনটা বুঝি পথেই আছে পড়ে !

            আবারও তাই শুধাই বাধ্য হয়ে , -
            “ দোহাই তোমার , দাও না বলে কয়ে । ”

          অবশেষে “ আমি ” আমায় বলে ,
          “ আমার ” সাথে আমার কথা চলে ।

        “ আমি ” না কি কেবল আমায় খোঁজে ,
        সকল সময় – জেগে , দু’চোখ বুজে ।

      আজকে হঠাৎ আমার দেখা পেয়ে ,
      আনন্দে মন উঠেছে তার গেয়ে ।

   ভুলেছে তাই কইতে কোনো কথা ,
   দূর হয়েছে , ছিলো যতো ব্যথা ।

  আমার সাথে হয়ে “ আমার ” দেখা ,
  “ আমি ” যে তাই নয়তো এখন একা !!!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ১২/১১/২০১৩
    Amazing ....
    Welcome Back !!
    • ধন্যবাদ ...
      • אולי כולנו טועים ১৪/১১/২০১৩
        খুব একটা লিখছ না ইদানিং ?
  • জহির রহমান ১২/১১/২০১৩
    আমার আমি!!!
    • ধন্যবাদ ...
  • সায়েম খান ১২/১১/২০১৩
    যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে...
    ধন্যবাদ কবি সুন্দর একটি কবিতার জন্য। আমার ব্লগে দাওয়াত রইলো।
 
Quantcast