www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবোল তাবোল (২)



মেঘ মুলুকে ঝাপসা রাতে ,
ভয় জড়িয়ে এই হিয়াতে ,
হাজার বাধা আঙুল নেড়ে ,
নিয়েছে মোর কণ্ঠ কেড়ে ।
হেথায় নিষেধ – বলছে দাদা ,
শিকলেতে হাত পা বাঁধা ।
হেথায় রঙিন্ আকাশ তলে
ওদের ধ্বজা হাওয়ায় দোলে ,
রক্ত ঝরে ঝরনা ছোটে ,
আর্তনাদে আকাশ ফাটে ,
ধূসর আকাশ, বেরঙ মন
চমক লাগে ক্ষণে ক্ষণ !
মনের কথা বলার আগে
দাদার অনুমতি লাগে –
যতই তাহার অর্থ হোক্
বুঝবে না কেউ, বেবাক্ লোক ।
নেই যে কিছুই নিজের হাতে
যাচ্ছি ভেসে অকূল স্রোতে ।
ছুটলে কথা থামায় সে !
আমাকে আজ ঠেকায় সে !
আজকে আমার মনের মাঝে
কত শত ডঙ্কা বাজে –
কথায় কথায় ঘ্যাচাং ঘ্যাঁচ্
মনের মাঝে হাজার প্যাঁচ্ ।
চারিদিকেই অন্ধকার ,
হারিয়ে গেছি মধ্যে তার ।
গোপন প্রাণে মরণ দূত ,
বিলীন হয়ে পঞ্চভূত !
করে নিয়ে চ্যাং-দোলা ,
শূন্যে দেবে ঠ্যাং তোলা ।
মক্ষিরাণী গুন্ডারাজ –
দস্যি সবাই লক্ষ্মী আজ ।
মিষ্টি মুখে লাগিয়ে নিম
বলছে যা, তা ঘোড়ার ডিম ।
আসছে না তাই ঘুমের ঘোর ,
সাঙ্গ তবু জীবন মোর ।

**********************************
অমর কবি সুকুমার রায়ের জন্মদিনে হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য... ৩০.১০.২০১৩
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনুমতি দেওয়া হল :p
  • Înšigniã Āvî ৩১/১০/২০১৩
    bah..
  • চমৎকার লিখেছেন।
    • ধন্যবাদ ...
      • কয়েকদিন যাবত লেখা নেই যে? সময় নিয়ে আসুন না একবার আমার. পাতায়।আপনার মূল্যবান মন্তব্যের অপেক্ষায় আমার ব্লগ।
 
Quantcast