দায়
তোমাকে অপহরণ করার দায় তোমারই ।
তোমার নিরাপত্তার কথা ভেবে –
রচিত হয়েছিলো লক্ষণ রেখা ।
তবু তুমি তা লঙ্ঘন করে –
দেখতে চেয়েছিলে সবুজ !
ভিজতে চেয়েছিলে বৃষ্টিতে !!
ধরতে চেয়েছিলে এক মুঠো আলো !!!
ভাসতে চেয়েছিলে বাতাসে !!!!
ছুঁতে চেয়েছিলে আকাশ !!!!!
আরো কতো কি করতে চেয়েছিলে –
অধিকারের বাইরে গিয়ে …
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩চমৎকার ভাবনা
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩খুবই ভালোো লাগলো।চমৎকার ভাবনা।
-
রাখাল ২৯/১০/২০১৩লক্ষণ রেখা না রক্ষণ রেখা । খুব সুন্দর হয়েছে ।
-
জহির রহমান ২৮/১০/২০১৩অধিকারের বাইরে গেলেই কি অপহরণ করতে হবে!
সুন্দর লিখেছেন। ভালো লেগেছে। -
আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩চমত্কার লেগেছে। সুন্দর।
ভাল থাকুন..