www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখের খোঁজে


খুঁজতে গিয়ে আমার মনের সুখ ,
       অসুখগুলোই নেড়ে চেড়ে দেখি ;
মনে মনে ভাবি আমি , বুঝি –
       সুখ আমাকে দিয়ে গেছে ফাঁকি ।

সুখ তো তখন আমার পিছু পিছু ,
       হাতড়ে বেড়াই আমি সুমুখ পানে ;
হন্যে হয়ে , অসুখেরই মাঝে ,
       আমি খুঁজি আমার সুখের মানে ।

মনের মাঝে অসুখ পুষে রেখে ,
       যায় না কভু সুখখানাকে পাওয়া ;
সুখ আসলে বন্ধ মনের ঘরে –
       উড়ে আসা দমকা পাগল হাওয়া ।

অবশেষে , অনেক খোঁজার পরে ,
       বুঝতে পারি আমার মনের ভুল ;
ভ্রমরটাকে রাখলে বন্দি করে ,
        কেমন করে ফুটবে কুসুম ফুল !

সকল অসুখ ছুঁড়ে ফেলে দিয়ে ,
       খুঁজে পেয়ে গেছি সুখের মুখ ।
সব কিছুকে আপন করার মাঝেই ,
       লুকিয়ে আছে আমার মনের সুখ ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার ফুটিয়ে তুলেছেন দিদি! খুবই ভালোো লাগলো কবিতা টি।শুভকামনা আপনার জন্য।
    • ধন্যবাদ ...
      • আপনাকে ও ধন্যবাদ।আমার নিয়মিত আয়োজনে আপনাকে আমন্ত্রণ।
  • আসলেই সব কিছুকে আপন করার মাঝেই সুখ। তবে এতে দুঃখ ও বাড়ে। আর সেই দুঃখ উপভোগ করতে পারলেই......
  • জহির রহমান ২৭/১০/২০১৩
    শেষ পর্যন্ত সুখটা পেলেই হয়
    • !!!!!!!!
      • জহির রহমান ২৭/১০/২০১৩
        আসলে কবিতাটি ভালো লেগেছে।
        • ধন্যবাদ।
 
Quantcast