www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চাঁদ ও জোছনা


আকাশের বুকে
  আলো ছায়াদের খেলা ,
    উড়ো মেঘ সেথা
      পেতে রেখে গেছে ফাঁদ ;
জোছনাকে তবু
  সামলে রেখেছে সে ,
    ষোলো কলা নিয়ে
      সোচ্চার গোটা চাঁদ ।

মুছে ফেলে সব
  অমানিশি আছে যতো ,
    ভেঙেছে সে আজ
      নিজের হাসির বাঁধ ;
থাক্ না যতোই
  কলঙ্ক তার বুকে ,
    প্রেম তারই তরে –
      আজ জোছনার স্বাধ ।

এমন তো নয় –
  যাতায়াত অহরহ ,
    প্রতিক্ষাতেই –
      কেটে যায় সারা মাস ;
অবশেষে আজ
  পূর্ণ হয়েছে কলা ,
    প্রেম-বন্ধনে
      মেটায় মনের আশ ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার হয়েছে।
    • ধন্যবাদ।
      • আপনাকে অশেষ ধন্যবাদ।সময় হলে আমার পাতায় নতুন আয়োজনে একবার ঢুঁ মেরে যাবেন।বিশেষ নিমন্ত্রণ।
        • ধন্যবাদ...
  • জহির রহমান ২৬/১০/২০১৩
    অ-নে-ক সুন্দর একটা কবিতা। মন ছুঁয়ে যাওয়া...
 
Quantcast