অব্যক্ত কবিতা
যে কবিতা লেখা যায় না খাতার পাতায় ,
বলা যায় না মুখে –
তা বলে কি তার অস্তিত্ব নেই !
মনের ক্যানভাসে রেখেছি লিখে ।
সে কবিতা পড়াতে চাই তোমায় ,
শোনাতে চাই তোমাকে ।
যদি চাও –
পড়ে নিও , তোমার মানস চক্ষু দিয়ে ,
শুনে নিও , বুকে কান রেখে ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জহির রহমান ২৫/১০/২০১৩
-
আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে...
হৃদয়ে লেখা কবিতা, পড়তে ভালো লাগলো ।
শুভেচ্ছা রইল , সম্পূর্ণা ।। -
দীপঙ্কর বেরা ২৫/১০/২০১৩বা বা ! ভাবনার
-
সুবীর কাস্মীর পেরেরা ২৪/১০/২০১৩অনবদ্য
-
אולי כולנו טועים ২৪/১০/২০১৩Excellent !!! Dear Sampurna !!!!
I'm sure your book ( to be published)
will be a blockbuster !!
Greetings !
সে কবিতা পড়াতে চাই তোমায় বুক চিরে"।
ভাল লাগা জানিয়ে গেলাম। শুভেচ্ছা রইল...