www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি সেই আগের মতোই আছি

আমি সেই আগের মতোই  আছি ,
  তবু , আরশিটা অন্য কথা বলে ;
     দেখায় সে অন্য কারো মুখ ।

আমি সেই আগের মতোই আছি ,
  তবু , সময় অন্য  কথা বলে ;
    দেখায় সে নতুন দুঃখ-সুখ ।

আমি  সেই  আগের  মতোই  আছি ,
  তবু , লোকে  অন্য  কথা  বলে ;
    নতুন কোনো সম্বোধনে ডাকে ।

আমি সেই আগের মতোই আছি ,
  তবু , তুমিও অন্য কথা বলো ;
    কথা হয় অবসরের ফাঁকে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • אולי כולנו טועים ২৪/১০/২০১৩
    hi friend !
    aren't you writing these days ??
    anything wrong ?
    waiting for a new poem,
    from you.
    take care.

    best
  • אולי כולנו טועים ২৪/১০/২০১৩
    কবিতা অপরূপ !

    আমার প্রিয় বয়সটি ১২ - ২৪ ;
    মনে হয় যদি পারতাম থাকতে সেই বয়সে -
    আমি সেই আগের মতই পারতাম যদি থাকতে !!

    কিন্তু আরশি বলে কি ?
    যদিও এখনো লোকে বলে আমার
    বয়স নাকি ২৫ !
    তুমি যাই বলনা কেন !!
    ( আমি বলছি আমার কথা )
  • আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
    সময় বদলে যায়, বয়স বেড়ে যায়...মন পড়ে রয় সেই আগের মতোই...সেই মনের দেখার চোখ কি সবার থাকে ?

    আমি তেমনি আছি...শুধু চোখ খুলে মন দিয়ে দেখ ।
    কবিতার সুন্দর প্রকাশ ।
    শুভেচ্ছা কবিকে ।।
  • ভালো লাগলো সবসময়ের মতো।খুব সুন্দর হয়েছে।শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য।
  • অপূর্ব স্বপ্নময় কবিতা যাদুজাল। সময়োপযোগী লেখা খুব ভাল লেগেছে অনেক সুন্দর চমৎকার লিখনি। শুভকামনা রইলো কবি।
  • প্রবাসী পাঠক ২২/১০/২০১৩
    আমরা হয়ত আগের মতই থাকি , কিন্তু সময়টা বদলে যায়।
    কবিতাটা ভাল লেগেছে।
  • অসাধারণ কবিতা
 
Quantcast