www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি যদি (২)

‌‌‌‌‌‌‌‌______________________


        তুমি যদি বৃষ্টি হয়ে আসো ,
        বৃষ্টি ধারায় তৈরী  হবে নদী ;
      নদীর স্রোতে আমি ভেসে ভেসে ,
তোমায় নিয়ে পৌঁছে যাবো মরুভূমির দেশে ।

         তুমি যদি প্রভাত আলো হও ,
        সেই আলোতে শুরু নূতন দিন ;
       নূতন দিনের নূতন আলোর সাথে ,
তোমায় নিয়ে চলবো আমি আমার জীবন পথে ।

           তুমি যদি বাতাস হয়ে বও ,
        সেই বাতাসে লাগবে মনে দোলা ;
      মনের দোলায় জাগবো আবার আমি ,
তোমায় নিয়ে গড়বো তুলে মোদের প্রেমের ভূমি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ খুবই মনোমুগদ্ধকর!
  • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
    কবিতাটার মধ্যে লক্ষণীয় বিষয়টা বেশি ছিল...লাইনগুলোর উপস্থাপন...কিছুটা মালভূমি আকৃতির...এই বিষয়টা ভালো লেগেছে বেশ ।

    আর খুব সুখ সুখ কবিতা...পড়ে আরাম লাগলো বেশ ।।
  • আহমাদ সাজিদ ২১/১০/২০১৩
    মন তোমার মন আমার
    কাকে নিয়ে কাকে খুজি
    ভেসে তুমি যাবে হেথায়
    আমায় নিয়ে বুঝি?????
    ধন্যবাদ
  • খুব ভাল লাগল
  • אולי כולנו טועים ২১/১০/২০১৩
    অপরূপ, অপূর্ব, মনমুগ্ধকর !
    আবারও মন ছুয়ে গেলে
    তোমার কাব্যলেখায় -
    তোমার ঐন্দ্রজালিক কাব্য নিপূণতায় !
    সংগ্রহে রেখে দিতে চাইছি -
    ইমেইলে পাঠাবে কি ??
 
Quantcast