মই
তোমরা যারা উঁচু , - লম্বা মানুষ ;
বেশ তো ওড়ো ! - চড়ে রঙিন ফানুস !!
পৌঁছে যাও চাঁদের চওড়া বুকে ;
জীবন যাপন ! – অগাধ , - অফুরন্ত সুখে !!
বামন আমি ! – তা বলে কি মানুষ নই !!
আমারও ইচ্ছে করে , - হাত বাড়াতে , - চাঁদের দিকে ;
তাই , - বানিয়েছি একটা আশার মই ।
গাছে তুলে মই কাড়ার ভয় নাই ।
মই কাড়লে ? – ক্ষতি কি ??
আমি তো গাছের মগ ডালেই থাকতে চাই ।।
বেশ তো ওড়ো ! - চড়ে রঙিন ফানুস !!
পৌঁছে যাও চাঁদের চওড়া বুকে ;
জীবন যাপন ! – অগাধ , - অফুরন্ত সুখে !!
বামন আমি ! – তা বলে কি মানুষ নই !!
আমারও ইচ্ছে করে , - হাত বাড়াতে , - চাঁদের দিকে ;
তাই , - বানিয়েছি একটা আশার মই ।
গাছে তুলে মই কাড়ার ভয় নাই ।
মই কাড়লে ? – ক্ষতি কি ??
আমি তো গাছের মগ ডালেই থাকতে চাই ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১৯/১০/২০১৩খুব ভাল লাগল
-
אולי כולנו טועים ১৯/১০/২০১৩খুব ভালো লাগলো বন্ধু। .......
খুব অল্পতেই তুমি সুন্দর করে লিখলে।
তবে, মানুষের মাঝে ভেদাভেধ কেন ?
কোনো মানুষই উচু শ্রেনীর বা নিচু শ্রেনীর নয় -
কোনদিনই নয় l
এ আমার দৃষ্টিভঙ্গি - তাই লিখলাম।
আমি মানুষের মাঝে এই শ্রেণী বিভেধকে ভিষণ অপছন্দ করি ll