নষ্ট মেয়ে
পাঁকাল মাছ তো পাঁকের মাঝেই থাকে ;
তবুও তো , - পাঁক লাগে না তাকে ।
কমল কুসুম পাঁকের মাঝেই রয় ,
তাতে কি সে কলঙ্কিত হয় ?
আমিও তো আমার মতো আছি ;
পেটের জ্বালায় নিজের মতো বাঁচি ।
তবে কেনো গায়ে কালির দাগ ?
আমার উপর দেখাও এতো রাগ ??
তাও তো সে রাগ দেখাও সবার মাঝে ;
সরিয়ে রাখো আমায় সকল কাজে ।
দিনের আলোয় চিনেও চেনা দূর ;
তখন তোমার মুখে অন্য সুর ।
দিনের শেষে আঁধার যখন নামে ;
লুকিয়ে পথ আমার ঘরেই থামে ।
তখন আমি রানী তোমার কাছে ;
যদিও তোমার অন্য রানী আছে ।
পত্নিনিষ্ঠ ভদ্রলোকের পতিব্রতা নারী ;
সময়ে ও অসময়ে ছুঁয়েছো তার শাড়ী ।
তবুও , সে তো কলঙ্কিত নয় ;
কেমন হতো ?
সেও যদি নষ্ট মেয়ে হয় ??
তবুও তো , - পাঁক লাগে না তাকে ।
কমল কুসুম পাঁকের মাঝেই রয় ,
তাতে কি সে কলঙ্কিত হয় ?
আমিও তো আমার মতো আছি ;
পেটের জ্বালায় নিজের মতো বাঁচি ।
তবে কেনো গায়ে কালির দাগ ?
আমার উপর দেখাও এতো রাগ ??
তাও তো সে রাগ দেখাও সবার মাঝে ;
সরিয়ে রাখো আমায় সকল কাজে ।
দিনের আলোয় চিনেও চেনা দূর ;
তখন তোমার মুখে অন্য সুর ।
দিনের শেষে আঁধার যখন নামে ;
লুকিয়ে পথ আমার ঘরেই থামে ।
তখন আমি রানী তোমার কাছে ;
যদিও তোমার অন্য রানী আছে ।
পত্নিনিষ্ঠ ভদ্রলোকের পতিব্রতা নারী ;
সময়ে ও অসময়ে ছুঁয়েছো তার শাড়ী ।
তবুও , সে তো কলঙ্কিত নয় ;
কেমন হতো ?
সেও যদি নষ্ট মেয়ে হয় ??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৯/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৯/১০/২০১৩খুবই চমৎকার একটি কবিতা।এক কথায় অনবদ্য।কবিতা র ভাবনা পাঠক হৃদয় ছুঁইয়ে যেতে বাধ্য।কবিতা র মাধ্যমে যে ভাবনা ফুটিয়ে তুলতে চেয়েছেন তাতে আপনি সার্থক।খুব গভীরে বিশ্লেষণ করলে এর বক্তব্য খুব স্পষ্ট হয়ে উঠবে চোখে।ধন্যবাদ কবিতা র জন্য।
নারীর প্রতি সমাজের কদর্য দৃষ্টিভঙ্গিকে
জবাব দেবার সময় এসেছে।
একটি নারীকে অনায়াসে কুলটা রমনী
অপবাদ দিয়ে দিচ্ছে পুরুসশাসিত সমাজ -
তাকে কুলটা বললেও সেই
নষ্ট পুরুষরাই বলছে তা,
আবার সতী বললেও সার্টিফিকেটটা
ওই পুরুষরাই দিচ্ছে !!
যেন, ঐসব পুরুষদের সার্টিফিকেট ছাড়া
মেয়েদের জীবন অচল !!
সময় এসছে পরিবর্তনের,
বদলে যাবার, নূতনের জন্য ll