গতানুগতিক
জীবন আজ
খোলা খাতা ।
একই বর্ণ,- শব্দ,- বাক্যে ভরা
তার প্রতিটা পাতা ।
জীবনের প্রতিটা “আজ”
গতকালের প্রতিচ্ছবি ।
প্রতিটা গতকালের মতো
আজও সেই একই কথা ভাবি ।
মস্তিষ্কের কারখানায় হরতাল ডেকেছে
সেখানকার শ্রমিক নেতা পিটুইটারী ।
হৃদয়ের ঘরে তাই জ্বলেনি উনান্,
চড়েনি হাঁড়ি ।
খোলা খাতা ।
একই বর্ণ,- শব্দ,- বাক্যে ভরা
তার প্রতিটা পাতা ।
জীবনের প্রতিটা “আজ”
গতকালের প্রতিচ্ছবি ।
প্রতিটা গতকালের মতো
আজও সেই একই কথা ভাবি ।
মস্তিষ্কের কারখানায় হরতাল ডেকেছে
সেখানকার শ্রমিক নেতা পিটুইটারী ।
হৃদয়ের ঘরে তাই জ্বলেনি উনান্,
চড়েনি হাঁড়ি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ১৯/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩অসাধারণ কবিতা
হৃদয়ের আঙ্গিনায় ফুটে থাকবে গোলাপ
অনন্তকাল ;
পাখিরা গান গেয়ে তোমাকে একটি
কথাই জানাবে -
তোমাকে ভালবাসি ll