তুমি
তোমার স্পর্শ
অস্তিত্বহীনতায় ভোগে ,
তোমার হর্ষ
বাকরুদ্ধতা রোগে ,
তোমার ভালোবাসা
হিংসার হাতে বলি ,
তোমার আগমন
ঝরে যাওয়া কোনো কলি ।
তবু ,
তোমাকে আবার বাঁচিয়ে তুলতে চাই ,
নতুন আশায় বেঁধেছি এ বুক তাই ।
বাস্তব মাঝে স্বপ্নকে আনাবোই ,
দুঃস্বপ্নের আনাগোনা থামাবোই ।
তখন ,
তোমার স্পর্শ সব শূণ্যতা জুড়ে –
পূর্ণতা হয়ে হৃদয়কে দেবে ভরে ।
তোমার হর্ষে বিষন্নতার মাঝে –
হিল্লোল ধ্বনি আবার উঠবে বেজে ।
তব আগমন পরিসমাপ্তি ’পরে –
জাগিয়ে তুলবে আশাকে নতুন করে …
অস্তিত্বহীনতায় ভোগে ,
তোমার হর্ষ
বাকরুদ্ধতা রোগে ,
তোমার ভালোবাসা
হিংসার হাতে বলি ,
তোমার আগমন
ঝরে যাওয়া কোনো কলি ।
তবু ,
তোমাকে আবার বাঁচিয়ে তুলতে চাই ,
নতুন আশায় বেঁধেছি এ বুক তাই ।
বাস্তব মাঝে স্বপ্নকে আনাবোই ,
দুঃস্বপ্নের আনাগোনা থামাবোই ।
তখন ,
তোমার স্পর্শ সব শূণ্যতা জুড়ে –
পূর্ণতা হয়ে হৃদয়কে দেবে ভরে ।
তোমার হর্ষে বিষন্নতার মাঝে –
হিল্লোল ধ্বনি আবার উঠবে বেজে ।
তব আগমন পরিসমাপ্তি ’পরে –
জাগিয়ে তুলবে আশাকে নতুন করে …
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুবীর কাস্মীর পেরেরা ১৮/১০/২০১৩খুব ভাল লাগল
-
আহমাদ সাজিদ ১৭/১০/২০১৩ভাল লাগল
-
אולי כולנו טועים ১৭/১০/২০১৩আমি নিশ্চিত তোমার প্রকাশিত
কাব্যগ্রন্থ থেকে থাকবে।
যদি না থেকে থাকে,
তবে তা পাঠকের দুর্ভাগ্য বলতেই হয় !
তোমার মত লেখিকার প্রকাশিত বই
না থাকাটা পাঠকদের প্রতি
ভীষণ অন্যায়।
তোমার আজকের কবিতা,
প্রতিটি শব্দই যেন আলোকের ঝর্ণাধারা !
নিকষ কালো আধারের রাত্রি শেষে
ঘন অরন্যের শাখা ভেধ করে সূর্যের
আলো যেমন আশার বার্তা নিয়ে আসে -
ডুবন্ত নাবিকের কাছে লাইফ সেভিং বোট
যেরূপ নূতন জীবনের প্রতিচ্ছবি -
খাঁচায় বদ্ধ পাখির নীল আকাশে
স্বাধিনভাবে উড়ে বেড়াবার অনুভুতি -
সাগর-মহাসাগর পাড়ি দিয়ে,
ঝর-ঝঞ্জা অনেক প্রতিকুলতার পরে
প্রেয়সীর কাছে এলে প্রথম যে অনুভুতি হয় প্রেমিকের :
ঠিক সেই সব অনুভুতির সাথেই তুল্য
এই কবিতাটি পড়ার অনুভুতি l
একটি কথাই শুধু বলছি -
তোমার এই কবিতা আমার হৃদয়ে গেথে গেল ll -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১০/২০১৩চমৎকার একটি কবিতা।সত্যিই ভালো লাগলো।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভেচ্ছা এবং সেই সাথে শুভকামনা।