প্রতীক্ষা
প্রতীক্ষা, - আসছে বছর আবার হবে ।
প্রতীক্ষা, - আসছে বছর আসবে কবে ?
প্রতীক্ষা, - কাশের আগা হাওয়ায় দোলে ।
প্রতীক্ষা, - ঝরে পড়া শিউলী ফুলে ।
প্রতীক্ষা, - নীল আকাশে পেঁজা তুলো ।
প্রতীক্ষা, - সরোবরের পদ্মগুলো ।
প্রতীক্ষা, - গতানুগতিককে ছাপিয়ে যাওয়ার ।
প্রতীক্ষা, - তোমাকে আবার কাছে পাওয়ার ।।
প্রতীক্ষা, - আসছে বছর আসবে কবে ?
প্রতীক্ষা, - কাশের আগা হাওয়ায় দোলে ।
প্রতীক্ষা, - ঝরে পড়া শিউলী ফুলে ।
প্রতীক্ষা, - নীল আকাশে পেঁজা তুলো ।
প্রতীক্ষা, - সরোবরের পদ্মগুলো ।
প্রতীক্ষা, - গতানুগতিককে ছাপিয়ে যাওয়ার ।
প্রতীক্ষা, - তোমাকে আবার কাছে পাওয়ার ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১০/২০১৩প্রতীক্ষা আবার একটি সুন্দর কবিতা র জন্য।সুন্দর হয়েছে প্রতীক্ষা র কবিতা।ভালো লাগলো।
-
אולי כולנו טועים ১৬/১০/২০১৩খুব সুন্দর কবিতা।
উত্সবের এই দিনগুলো কাটুক আনন্দে ~
আপনার এবং আপনার পরিবারের সকলের
জন্য রইলো শুভেচ্ছা ll