ভালোবাসা
ভালোবাসা, - ভালোবাসা, -
একরাশ নিরাশাকে
আশা করে ভালোবাসা ,
ক্ষণিকের ভালোলাগা –
তারই নাম ভালোবাসা !
শরীরের হাতছানি
সংযম ছেঁড়ে টানি ।
একে বলে ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
দুচোখের চোখাচোখি ,
বিনিময় মৃদু হাসি ;
মুখ বলে ভালোবাসি ,
ভালোবাসি, - ভালোবাসি, -
সিনেমার নীল আলো ,
পার্কের কোন্ ভালো ;
হোটেলের কেবিনেতে
দাপাদাপি আরো ভালো ।
এরই নাম ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
ছায় ঘেরা পথ বেয়ে
কিছুকাল পথ চলা ;
সমাজকে দূরে ঠেলে
ফিস্ ফাস্ কথা বলা ।
আবেগের চরমেতে
মিলেমিশে এক হওয়া ;
একটা আইস্ক্রিম
ভাগাভাগি করে খাওয়া ।
রাত জেগে
চিঠি লেখা ;
লুকিয়ে পালিয়ে গিয়ে
দুজনার হয় দেখা ।
টুকরো টুকরো রাগ ,
থুড়ি-থুড়ি, অনুরাগ ।
নাম তারই ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
এরপর একরাশ –
অভিযোগ, - অনুযোগ, -
কেটে যায় মোহ সব ,
দূর হয় প্রেমরোগ ।
নীবিড়ের চরমেতে
কত চেনা মুখখানা ;
আজ সেটা অচেনা যে ,
নাজানি সে কার মানা ।
নতুন আলোর খোঁজে
ভালোবাসা চোখ বোজে ,
পড়ে রয় অতীতের স্মৃতি –
হৃদয়ে এক কোনে
আবার জন্ম নেয় –
নব সাজে নব প্রেম-বীথি ।।
একরাশ নিরাশাকে
আশা করে ভালোবাসা ,
ক্ষণিকের ভালোলাগা –
তারই নাম ভালোবাসা !
শরীরের হাতছানি
সংযম ছেঁড়ে টানি ।
একে বলে ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
দুচোখের চোখাচোখি ,
বিনিময় মৃদু হাসি ;
মুখ বলে ভালোবাসি ,
ভালোবাসি, - ভালোবাসি, -
সিনেমার নীল আলো ,
পার্কের কোন্ ভালো ;
হোটেলের কেবিনেতে
দাপাদাপি আরো ভালো ।
এরই নাম ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
ছায় ঘেরা পথ বেয়ে
কিছুকাল পথ চলা ;
সমাজকে দূরে ঠেলে
ফিস্ ফাস্ কথা বলা ।
আবেগের চরমেতে
মিলেমিশে এক হওয়া ;
একটা আইস্ক্রিম
ভাগাভাগি করে খাওয়া ।
রাত জেগে
চিঠি লেখা ;
লুকিয়ে পালিয়ে গিয়ে
দুজনার হয় দেখা ।
টুকরো টুকরো রাগ ,
থুড়ি-থুড়ি, অনুরাগ ।
নাম তারই ভালোবাসা !
ভালোবাসা, - ভালোবাসা, -
এরপর একরাশ –
অভিযোগ, - অনুযোগ, -
কেটে যায় মোহ সব ,
দূর হয় প্রেমরোগ ।
নীবিড়ের চরমেতে
কত চেনা মুখখানা ;
আজ সেটা অচেনা যে ,
নাজানি সে কার মানা ।
নতুন আলোর খোঁজে
ভালোবাসা চোখ বোজে ,
পড়ে রয় অতীতের স্মৃতি –
হৃদয়ে এক কোনে
আবার জন্ম নেয় –
নব সাজে নব প্রেম-বীথি ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নির্জন ১০/১০/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/১০/২০১৩অসাধারণ
-
Înšigniã Āvî ০৯/১০/২০১৩দুর্দান্ত.....
বিনিময়ে মৃদু হাসি:
মুখ বলে ভালোবাসি,
ভালোবাসি, ভালোবাসি।
সুন্দর!