www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সামাজিক

শিক্ষা নিয়েছি তিন বাঁদরের কাছ থেকে ।
হাত দিয়ে ঢেকে রেখেছিলো –
একজন চোখ, একজন কান, আর একজন মুখ ।
আমিও ছিলাম –
চোখ, কান, মুখ বন্ধ করে ।

পাশের বাড়ীর মেয়েটা –
যেদিন ধর্ষিত হয়েছিলো পাড়ার দাদাদের হাতে ,
দেখেছিলাম সে ঘটনা, তবে চোখ বন্ধ করে ।
শুনেছিলাম মেয়েটার আর্তচিৎকার, তবে কান বন্ধ করে ।
রটিয়েছিলাম সে কাহিনী, তবে মুখ বন্ধ করে ।

সমাজের জুতো সেলাই থেকে চন্ডীপাঠ –
সবেতেই ছিলো আমার একই মনোভাব ।

তবে আজকাল –
দিন বদলেছে ,
তাই, একটু পাল্টেছি স্বভাবটাকে ।

এখন দেখি, শুনি, বলি –
দেখি, ধর্ষককে ইন্ধন জুগিয়েছে ধর্ষিতা ।
শুনি, ধর্ষিতার আর্তচিৎকার নয়, ধর্ষকের উল্লাস ।
রটাই, ধর্ষকের বিকৃত মানসিকতা নয়, ধর্ষিতার চরিত্র দোষ ।

সময়ে সঙ্গে তাল মিলিয়ে –
আমি ছিলাম ,
আমি আছি ,
আমি থাকবো ।
আমি সচেতন, সভ্য প্রাণী ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নির্জন ১০/১০/২০১৩
    অনেক সুন্দর!
  • অসাধারণ লেখনীর স্বাক্ষর রয়েছে এই কবিতায়। সত্যিই চমৎকার। আপনি আমাদের বর্তমান চরিত্র যেভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তা সত্যিই সবার অসাধ্য। ধন্যবাদ কবি আপনার অতুলনীয় কবিতার জন্য.।
  • אולי כולנו טועים ০৮/১০/২০১৩
    আমাকে দেখতে দাও -
    আমাকে শুনতে দাও -
    আমাকে বলতে দাও ;
    ফ্রিডম অফ স্পিচ, হিউমান রাইটস -
    এইসবের সাথেই সম্পর্কিত বিষয়টি।
    কবিতায় একেছেন যথারীতি প্রজ্ঞার সাথে।

    তবে কবি,
    এর বাইরে আমার নিজের একটি কথা -
    যা আমি সবসময় বলি ~
    আমাকে বুঝতে দাও,
    ভালো করে বুঝে আমাকে আমার মত
    চলতে দাও।

    নিঃসন্দেহে
    এ পাতায় পেলাম
    আজকের সেরা কবিতা !!
  • Înšigniã Āvî ০৮/১০/২০১৩
    অনবদ্য.....
 
Quantcast