অবস্থান
তোমাকে চাই বলে –
কত লোকে কত কি বলে !
মন বলে – বলায় কি আসে যায় !!
তাই, মন শুধু, মনেরই নিভৃতে সদা
তোমাকেই কাছে পেতে চায় ।
বেঁচে থাকা, পথ চলা –
আরো কত কিছু কাজের মাঝে ,
পরিব্যাপ্তির চরম সীমায় তোমার অবস্থান ।
ভালোবাসা আমার গরীবের রেশনের চাল ,
রমনীর লজ্জা রক্ষার পরিধান ।।
কত লোকে কত কি বলে !
মন বলে – বলায় কি আসে যায় !!
তাই, মন শুধু, মনেরই নিভৃতে সদা
তোমাকেই কাছে পেতে চায় ।
বেঁচে থাকা, পথ চলা –
আরো কত কিছু কাজের মাঝে ,
পরিব্যাপ্তির চরম সীমায় তোমার অবস্থান ।
ভালোবাসা আমার গরীবের রেশনের চাল ,
রমনীর লজ্জা রক্ষার পরিধান ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩অনবদ্য।
-
אולי כולנו טועים ০৮/১০/২০১৩একটি অনুভুতির
অনবদ্য কাব্যরূপ!
আপনার সব লেখাই আমি পড়ি,
লেখাগুলো এত উচু মানের যে
মন্তব্য করাই কঠিন
একটি কাজ ll -
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩দারুণ