www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপন কলি

একি অপরূপ হেরিলাম রূপ ,
  প্রেমের প্রতিমা আঁকা ।
ভূবন ভুলালে কে তুমি আমার ,
  দুলালে হৃদয় শাখা ।।

ব্যাকুল নয়নে কি কথা কহিছো ,
  তুলিছো মধুর তান ।
নীরবে থাকিয়া চলেছো গাহিয়া
  এ কোন অজানা গান ।।

নয়নের নীলে স্বপন বুলালে
  নয়নে নয়ন রাখি ।
এ কোন পুলকে নাচিছো ছন্দে
  হৃদয় বনের পাখি ।।

সাগরের বুকে শুরু আজ খেলা ,
  শুধু অশান্ত ঢেউ ।
হৃদয়ে বাঁধিছো প্রেমের রাখীটি ,
  জানিলো না কভু কেঊ ।।

হাজার ভুলের মাঝে ওগো তুমি
  ভুল করে ফোটা ফুল ।
ব্যথাহত বুকে দূরে সরে যাও
  ভাঙিলে মনের ভুল ।।

কণ্ঠে আমার দুলিবে কি শুধু
  বাসি বকুলের হার ?
ছিঁড়িবে কি মোর মনের বীণার
  সবুজ সূক্ষ তার ??

স্বপনেতে পাওয়া মানসী আমার ,
  শোনোগো তোমারে বলি ।
স্বপনের মাঝে জড়ায়ে থাকিয়ো
  আমার স্বপন কলি ।।

অনেক দূরের আকাশ তুমি যে ,
  আমি যে গো ছোটো নদী ।
হৃদয় সরসে এঁকো মোর ছবি
  মনে পড়ে কভু যদি ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর। বিনয়ের পরাকাষ্ঠা। বড় যদি হতে চাই ছোট হই তবে। ভালো লেগেছে
  • চমৎকার হয়েছে।
    • ধন্যবাদ...
  • Înšigniã Āvî ০৭/১০/২০১৩
    খুব ভাল
  • বেশ ভাল লাগল
  • ভাল গো কবি লাগল ভাল
    আমার মনে দিয়েছ আলো
 
Quantcast