www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনর্থক অনুসন্ধান

কি হবে তার খোঁজ করে !? –
বিষ মেশানো বাতাবরণই প্রমান করে তার অবলুপ্তিকে ।
ফুটপাতের ক্ষুধার্ত শিশুটা কেঁদে চলেছে একটুকরো রুটির আশায় ।
সিংহাসনে অনড় ক্ষমতালোভী মানুষগুলো ।
মুখোশের নাগাল পেতে যে মইটা লাগবে, তাতেও ধরেছে ঘুন ।

কি হবে তাকে খুঁজে !? –
ওপর তলার মানুষগুলোর কাছেই এখন তার বসবাস ।
“অ”-এ অমানুষ দিয়ে লেখা হয়েছে নতুন বর্ণপরিচয় ।
বাঁচার জন্য মানুষের গায়ে আজ গন্ডারের চামড়া ।
মনের ঘরেতে হয়েছে প্রেমের অপমৃত্যু ।

তাই, তার চেয়ে বরং বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা তুমিই করো ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ লিখেছেন
  • সুন্দর আপনার চেতনার প্রকাশ।
  • Înšigniã Āvî ০৫/১০/২০১৩
    অসাধারণ ভাবনা....
    যা আমরা ভেবে দেখি না
  • তাইতো অনর্থক অনুসন্ধান করার কি দরকার! কেউতো বিড়ালের গলায় ঘন্টা বাঁধেনা। খুব ভালো লেগেছে
 
Quantcast