www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনদাদার ঘরে

এইতো সেদিন হঠাৎ করে আমি –
          তন্দ্রাদিদির শাড়িখানি পড়ে ;
গিয়েছিলাম স্বপনদাদার সাথে
          পাশের বাড়ীর জীবনদাদার ঘরে ।

গিয়ে দেখি, সেথায় জীবনদাদা
         সকাল থেকে সারাটি দিন ধরে ;
সুখোনদাদা, শান্তিদাদার সাথে
         প্রাণটা ভরে শুধুই খেলা করে ।

এরই মাঝে, হঠাৎ করে দেখি ,
         কোথায় থেকে দুখোনদাদা এলো ;
জীবনদাদার সাধের খেলা ছেড়ে
         সুখোনদাদা, শান্তিদাদা গেলো ।

স্বপনদাদাও সুযোগখানি বুঝে ,
         গেলো চলে আমার সঙ্গ ছেড়ে ;
তন্দ্রাদিও তখন আমার থেকে
          শাড়িখানি নিয়ে গেলো কেড়ে ।

খেয়াল হলো, চক্ষু দুটি মেলে ,
         পূব দিকেতে তাকিয়ে দেখি ফিরে ;
রবিমামা দাঁড়িয়ে আছে হেসে ,
         সামনে আমার সারাটা ঘর জুড়ে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রতীক ব্যবহার করে লেখা কবিতাটা অসাধারণ হয়েছে। বিষয় নির্বাচনও চমৎকার
  • Înšigniã Āvî ০৪/১০/২০১৩
    অসাধারণ
  • ইসমাইল জসীম ০৪/১০/২০১৩
    চমৎকার একটি স্বপ্ন। যদি না ঘুমটা আরো কিছুক্ষণ স্থায়ী হতো আরো কত দাদা যে আসতো! রবিদাও আর সময় পেলো না আসার সম্পূর্ণা শিয়রে দাঁড়াবার। আমার ভালো লাগলো আপনার কবিতা খানা।
    • রবি, দাদা নয় মামা হয় আমার। সেও এসেছিলো !
      ধন্যবাদ ।
      • ইসমাইল জসীম ০৪/১০/২০১৩
        দাদা দিদিদের মাঝখানে মামার উপস্থিতি কেমন জানি বেমানান। তাই আমি রবিদার কথা বলেছ ।
        • আমিও একমত। ধন্যবাদ ।
  • নির্ঝর রাজু ০৩/১০/২০১৩
    আপাতদৃষ্টিতে খাপছাড়া কবিতা মনে হলেও অন্তরালে লুকিয়ে আছে বিশ্বাসহীন রুপনির্ভর প্রেমের প্রতি মজ্জাগত ক্ষোভ আর সীমাবদ্ধতা নিয়ে জন্মাবার এক অন্তীম হাহাকার....!
    নিমন্ত্রন রইল নির্ঝরের ব্লগবাড়িতে..
 
Quantcast