চাওয়া পাওয়া
চাওয়া গুলো রইলো চাওয়া হয়ে ,
হলো না আর পাওয়া ;
স্বপ্ন গুলো ছিলো যতো মনে ,
উড়িয়ে দিলো দমকা ঝোড়ো হাওয়া ।
আশেপাশে আপন যারা ছিলো ,
হারিয়ে তারা গেলো হঠাৎ করে ;
রইলো না কেউ আমার মনের কাছে ,
স্মৃতি গুলো রইলো শুধু পড়ে ।
তবু আমি আশার তরী বেয়ে ,
জীবন গাঙে চলবো ভেসে ভেসে ;
লাগবে চমক আমার শরীর-মনে ,
সব পেয়েছির ঘাটের পাড়ে এসে ।
এরই মাঝে নদীর কোনো বাঁকে ,
হয়তো আমি তোমার দেখা পাবো ;
সেই দেখাতেই তোমায় পাগল হয়ে ,
আমার হৃদয় তোমায় সঁপে দেবো ।
হৃদয় দিয়ে তোমায় ভালোবেসে ,
নাইবা পাবো তোমার হৃদয়খানি ;
কল্পনাতে তোমার রাজা হবো ,
তখন তুমি হয়ো আমার রাণী ।।
হলো না আর পাওয়া ;
স্বপ্ন গুলো ছিলো যতো মনে ,
উড়িয়ে দিলো দমকা ঝোড়ো হাওয়া ।
আশেপাশে আপন যারা ছিলো ,
হারিয়ে তারা গেলো হঠাৎ করে ;
রইলো না কেউ আমার মনের কাছে ,
স্মৃতি গুলো রইলো শুধু পড়ে ।
তবু আমি আশার তরী বেয়ে ,
জীবন গাঙে চলবো ভেসে ভেসে ;
লাগবে চমক আমার শরীর-মনে ,
সব পেয়েছির ঘাটের পাড়ে এসে ।
এরই মাঝে নদীর কোনো বাঁকে ,
হয়তো আমি তোমার দেখা পাবো ;
সেই দেখাতেই তোমায় পাগল হয়ে ,
আমার হৃদয় তোমায় সঁপে দেবো ।
হৃদয় দিয়ে তোমায় ভালোবেসে ,
নাইবা পাবো তোমার হৃদয়খানি ;
কল্পনাতে তোমার রাজা হবো ,
তখন তুমি হয়ো আমার রাণী ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০৫/১০/২০১৩বাহ্ দারুণ প্রত্যাশা। খুব ভালো লেগেছে
-
ইব্রাহীম রাসেল ০৩/১০/২০১৩ছন্দের মিল পেলাম
-
Înšigniã Āvî ০৩/১০/২০১৩বাহ..