ইচ্ছে (২)
ইচ্ছে আমার অতল সাগর ,
ইচ্ছে আমার উদার আকাশ ;
ইচ্ছে আমার ভরা আলো ,
ইচ্ছে আমার পাগল বাতাস ।
ইচ্ছে আমার ভোরের বেলা
শিউলী হয়ে ঝরে পড়ি ;
তুলসী তলা সাঁঝের বেলা
প্রদীপ হয়ে আলো করি ।
ইচ্ছে আমার ভরদুপুরে
স্বপ্ন নিয়ে ফেরি করি ;
নিশি বেলায় শশীটাকে
আঁধার হয়ে জড়িয়ে ধরি ।
ইচ্ছে আমার পরাগ রঙিন ,
ইচ্ছে আমার সকাল দেখার ;
ইচ্ছে আমার মাঝ বিকেলে
তোমায় নিয়ে কাব্য লেখার ।।
ইচ্ছে আমার উদার আকাশ ;
ইচ্ছে আমার ভরা আলো ,
ইচ্ছে আমার পাগল বাতাস ।
ইচ্ছে আমার ভোরের বেলা
শিউলী হয়ে ঝরে পড়ি ;
তুলসী তলা সাঁঝের বেলা
প্রদীপ হয়ে আলো করি ।
ইচ্ছে আমার ভরদুপুরে
স্বপ্ন নিয়ে ফেরি করি ;
নিশি বেলায় শশীটাকে
আঁধার হয়ে জড়িয়ে ধরি ।
ইচ্ছে আমার পরাগ রঙিন ,
ইচ্ছে আমার সকাল দেখার ;
ইচ্ছে আমার মাঝ বিকেলে
তোমায় নিয়ে কাব্য লেখার ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইব্রাহীম রাসেল ০২/১০/২০১৩দারুণ ছন্দময়, চরণে চরণে দোলা
-
Înšigniã Āvî ০২/১০/২০১৩খুব দারুন
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০২/১০/২০১৩অপূর্ব গাঁথুনি। সুন্দর ছন্দ। ভালো লেগেছে
-
বিশ্বজিৎ বণিক ০২/১০/২০১৩আপনার ইচ্ছে পূর্ণ হউক । ভালো লেগেছে ।